“প্রস্তুতি চলছে, বুমরা ফিরলে বিশ্বকাপে বদলে যাওয়া ভারতকে দেখবেন”, মন্তব্য হার্দিক পান্ডিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৮ রান তুলেছিল ভারতীয় দল। অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদবও। রোহিত এবং বিরাট কোহলি ব্যর্থ হলেও ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পেরেছিল। ২০তম ওভারের শেষ তিনটি বলে তিনটি ছক্কা মেরে দুশোর গণ্ডি পার করতে ভারতকে সাহায্য করেন পান্ডিয়া।

কিন্তু তাতে শেষপর্যন্ত লাভ হয়নি। প্রথম থেকেই অত্যন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনাররা। মাঝে অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিংয়ের দৌলতে রান কিছুটা আটকালেও এবং কয়েকটি উইকেট উঠলেও শেষ পর্যন্ত থামানো যায়নি অজিদের। ভারতীয় পেসারদের ব্যর্থতায় ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

bhuvi rohit

এবার নিজেদের এই হারের বিষয়ে মুখ খুলেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি বলেছেন,”আমরা দল হিসেবে আপাতত একটি পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছি। সময় কিছুটা লাগবেই কিন্তু যখন বিশ্বকাপ এসে পৌঁছাবে আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবে। আমি কথা দিতে পারি যে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সে অনেক উন্নতি দেখতে পাবেন সকলে।”

যশপ্রীত বুমরা চোটের কারণে এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারেননি। অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। তার দলে না থাকা কি ভারতীয় দলে বড় রকমের প্রভাব ফেলছে? এই প্রশ্নের উত্তরে ভারতীয় দল যে বুমরার অভাব অনুভব করছে তা একপ্রকার মেনে নিয়েছে হার্দিক পান্ডিয়া। “ওর না থাকাটা খেলার ফলাফলে বড় প্রভাব ফেলছে”, স্বীকার করে নিয়েছেন তারকা অলরাউন্ডার।

পরিসংখ্যান ঘাটলে বোঝা যাবে হার্দিকের কথাটা একেবারেই ভুল নয়। ২০২২ সালে রান ডিফেন্ড করতে গিয়ে ভারতীয় বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল পাঁচবার ৪০-এর বেশি রান দিয়েছেন নিজের নির্দিষ্ট বোলিং কোটায়। ভুবনেশ্বর কুমার এবং আবেশ খান চলতি বছরে রান ডিফেন্ড করার সময় চারবার ৪০-এর বেশি রান দিয়েছেন। বরং স্বল্প সুযোগের তাদের চেয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স করেছেন অর্শদীপ সিং। বুমরা ফিরলে তার সঙ্গে অর্শদীপের জুটি নিয়ে ভেবে দেখতে পারেন রোহিত শর্মা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর