বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) বিশ্বকাপের (T-20 World Cup 2022) পরে নিউজিল্যান্ড (New Zealand cricket) সফরে গিয়েছে। সেখানে রোহিত শর্মার (Rohit Sharma) হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি এবং তারপর শিখর ধাওয়ানের (Shikher Dhawan) নেতৃত্বে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলছে ভারত। হার্দিক পান্ডিয়ার জন্য ওই সিরিজটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে হার্দিক ভবিষ্যতে ভারতীয় দলের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে উঠবে কিনা। বৃষ্টিবিঘ্নিত সেই সিরিজটি ১-০ ফলে জিতেছিলো ভারতীয় দল।
কিছুদিন আগে বিসিসিআইয়ের (BCCI) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছ থেকে কিছু খবর পাওয়া গিয়েছে যেখানে তিনি দাবি করেছেন যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। বিসিসিআই রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। ওডিআই ফরম্যাটেও তাকে শুধুমাত্র আসন্ন বিশ্বকাপ অবধি অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ওডিআই বিশ্বকাপ যদি ভারত নিজেদের ঘরের মাটিতে দাঁড়িয়ে জিততে না পারে তাহলে ওই ফরম্যাটেও অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ অন্ধকার বলে জানিয়েছিলেন তিনি।
কিন্তু হার্দিক পান্ডিয়ার অফিসিয়ালি স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার ঘোষণাটা হবে কবে? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নতুন নির্বাচকমণ্ডলী দায়িত্ব নেওয়ার আগেই মঙ্গলবার, অর্থাৎ আজই হার্দিককে নতুন বছরের আগাম উপহার হিসাবে এই ঘোষণা করতে পারে বিসিসিআই। হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই অফিসিয়ালভাবে এই ঘোষণা হয়ে যেতে পারে। তবে এখনই হার্দিককে স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে না। চোটের কারণে রোহিত শর্মা কবে দলে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে হার্দিকে নাম ঘোষণা করবে হার্দিক।
নিউজিল্যান্ডের মাটিতে বিসিসিআই ভারতের তরুণ স্কোয়াডের কাছে কোনও অতিমানবিক পারফরম্যান্স আশা করেনি। তারা শুধু দেখতে চেয়েছিল যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল এবং তরুণ ক্রিকেটাররা লড়াই করার মতো মনের জোর দেখাতে পারে কিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তেমনটা যাতে আর না হয় সেটাই নজরে ছিল বিসিসিআইয়ের। সেই পরীক্ষায় লেটার মার্কসই পেয়েছে হার্দিকের ভারত।
আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কা দল যখন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ভারতে আসবে তখন হার্দিক পান্ডিয়াকেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসাবে দেখবেন সকলে। ইতিমধ্যে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস হার্দিককে অধিনায়ক দেখিয়ে সিরিজের একটি প্রোমোও বার করেছে, যেটি ওপরে তুলে ধরা হলো।