টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জন্য খারাপ খবর, বাদ পড়তে পারেন দলের এই নামি খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আইপিএল শেষ হলেই বিশ্ব জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে টিম ইন্ডিয়া। যদিও ইতিমধ্যেই টিম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই, তবে আইপিএলে খেলোয়াড়দের ফর্মের দিকেও অবশ্যই নজরে থাকবে নির্বাচকদের। আর সেই সূত্র ধরেই বড় আশঙ্কার কারণ তৈরি হতে পারে ভারতীয় দলের জন্য।

বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে রীতিমত দরকার ভারতের। কারণ একদিকে যেমন ব্যাট হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তেমনি অন্যদিকে বল হাতেও তাকে দরকার বিরাটের। কিন্তু আশঙ্কার বিষয় হল পিঠের চোট সারিয়ে ফিরে আসার পর থেকে খুব একটা বল করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। এমনকি আইপিএলে আরসিবির বিরুদ্ধে মাঠে নামলেও বল হাতে দেখা যায়নি তাকে। অন্যদিকে ব্যাট হাতেও মাত্র তিন রানেই শেষ হয়ে যায় তার ইনিংস।

বিশ্বকাপের জন্য বেছে নেওয়া ভারতীয় দলে মাত্র তিনজন জোরে বোলারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। অর্থাৎ জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিদের পর চতুর্থ বলার হিসেবে হার্দিকের দিকেই তাকাতে হবে বিরাটকে। এখন আইপিএলে যদি তিনি বলই না করতে পারেন, সে ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে ভারতের জন্য। কারণ মনে করা হচ্ছে বিশ্বকাপের দলে দুজন পেসারকেও সুযোগ দেওয়া হতে পারে অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে দলে অলরাউন্ডার হার্দিকের ভূমিকা আরও বাড়বে।

Hardik Pandya1

অনেকে মনে করছেন হার্দিক ফর্মে না থাকলে হয়তো আবার শার্দুলের দিকেও তাকাতে পারে বিসিসিআই। এমনিতে দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রয়েছেন তিনি, হার্দিকের মত ততখানি বিধ্বংসী ব্যাটার না হলেও বল হাতে হার্দিকের থেকে উপকারী হতে পারেন তিনি। সেক্ষেত্রে হার্দিকের ফর্ম খুবই খারাপ যায় তাহলে বিরাটের কপালে আশঙ্কার ভাঁজ যে চওড়া হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর