তেরঙ্গায় অশোক চক্রের বদলে তরবারির ছবি, উর্দুতে লেখা ইসলামি শব্দ, মহরমে ব্যবহৃত পতাকা ঘিরে বিতর্ক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ফের মহরমের মিছিল (Muharram Possession) ঘিরে উঠল বিতর্ক। ঝাড়খণ্ডের (Jharkhand) পালামৌতে মহরমের মিছিলের সময়, জাতীয় পতাকা বিকমত করার অভিযোগ প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, ওই মিছিলে জাতীয় পতাকা ছিন্ন করা হয়, শুধু তাই নয়, অশোক চক্রের জায়গায় একটি তলোয়ারের চিহ্ন এঁকে দেওয়া হয়। এর সঙ্গে উর্দুতেও বেশ কিছু কথা লেখা হয়। এ ঘটনায় পুলিস ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে বলে জানা যাচ্ছে।

ঘটনাটি ঘটে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে চানপুর থানা এলাকায়। গত ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় শিয়া মুসলমান সম্প্রদায়ের লোকজন মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া মিছিলের আয়োজন করে। মিছিলটি শাহপুর, কল্যাণপুর এবং কানকারির মতো এলাকা পেরিয়ে যায়।

স্থামীয় সূত্রে খমিছিলে ডিজে বাজিয়ে হেঁটে যাওয়া কয়েকজনের হাতে ছিল তেরঙা পতাকা। এই পতাকার বাকি সবই ছিল, জাতীয় পতাকার মতো কিন্তু অশোক চক্র মাঝখানে ছিল না। অশোক চক্রের জায়গায় উর্দুতে কিছু শব্দ লেখা ছিল এবং নীচে তরবারির ছবি ছিল।

muharram

অতিরিক্ত পুলিস সুপার (এএসপি) রিষভ গর্গ বলেন, ‘মিছিলের সময় ডিজে বাজানো হয় এবং ‘জাতীয় পতাকা’ও ওড়ানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ওই তেরঙ্গা থেকে অশোক চক্রটি ছিড়ে ফেলা হয়েছে। তার জায়গায় আঁকা হয়েছে একটি তলোয়ার।’ ঙজমরপরই তদন্ত শুরু করে পুলিস। এএসপি গর্গ জানান, ‘অশোক চক্রের জায়গায় উর্দুতে কিছু শব্দ লেখা ছিল এবং নীচে আঁকা ছিল তরবারির চিহ্ন। জাতীয় পতাকার অবমাননা প্রতিরোধ আইনের অধীনে ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এরপরই প্রশ্ন ওঠে উর্দুতে লেখা ওই কথাগুলির অর্থ কী? ইসলামের একজন পণ্ডিত মোহাম্মদ মুসুফ বলেন যে পতাকার মাঝখানে মুসলমানদের কলমা তৈয়ব লেখা আছে। এটি উচ্চারণ করলে দাঁড়ায় ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি’। হিন্দিতে এর অর্থ হল, ‘আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল’।

এই বিষয়ে এবার ঝাড়খণ্ড সরকারকে ঘেরাও করতে শুরু করেছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা দীপক প্রকাশ টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিজেপি নেতা দিনেশানন্দ গোস্বামী একে তুষ্টির রাজনীতির বিপজ্জনক খেলা বলেছেন আখ্যা দিয়েছেন।

সম্পর্কিত খবর

X