অবশেষে আরম্ভ হলো ম্যাচ, কিন্তু ছিটকে গেলো এই তারকা পাক পেসার, স্বস্তিতে কোহলিরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ আরম্ভ করা গিয়েছে। ওভার সংখ্যাও কমেনি। বৃষ্টি আর বাধা না দিলে দুই দল পুরো ৫০ ওভার করে ব্যাটিং করবে। কিন্তু দ্বিতীয় দিন খেলা শুরুর আগেই একটি বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অস্বস্তি অনুভব করায় আজ সতর্কতা স্বরূপ বোলিং করবেন না পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রাউফ।

পাকিস্তানের তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে। গতকাল তিনি পাঁচ ওভার বোলিং করেছিলেন। অর্থাৎ তার বাকি পাঁচ ওভার আজ পার্ট টাইমারদের দিয়ে করাতে হবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। এছাড়া ডেথ বোলিংয়েও অপশন কমে গেল পাকিস্তানের।

   

rauf

গতকাল ভারতীয় দল দুর্দান্তভাবে শুরু করেছিল ব্যাটিং। রোহিত শর্মা এবং শুভমান গিল পাক বোলারদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন আক্রমণ করে। তাদের মধ্যে ১২১ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। দুই ওপেনারই কাল চলতি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় অর্ধশতরানটি পেয়ে গিয়েছিলেন।

এর জন্য অবশ্য কিছুটা কৃতিত্ব রয়েছে পাকিস্তান ফিল্ডিংয়ের। বেশ কিছু ক্ষেত্রে তারা ক্যাচ হাতছাড়া করে ভারতকে দাপট দেখানোর সুযোগ করে দিয়েছে। পুরোপুরি না হলেও সেই সুযোগ অনেকটাই কাজে লাগিয়েছিলেন শুভমন গিলরা। তবে রোহিত শর্মা আউট হওয়ার পরেই গতকালের শাহিন আফ্রিদির শিকার হয়ে ফিরেছিলেন গিল।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের হয়ে ক্রীজে ছিলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। আজও তারা ধীর স্থির ভাবে ব্যাটিং আরম্ভ করেছে। প্রতিবেদনটি লেখার সময় ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৭২। ম্যাচে যে আবার বৃষ্টি হানার দিতে পারে সেই সম্পর্কে সকলেই অবগত আছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর