বাংলা হান্ট ডেস্ক : জীবন বাতি নিভলো ‘হ্যারি পটার’ (Harry Potter)-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’ (Dumbledore) খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের (Michael Gambon)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন, ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবিতে ‘ডাম্বলডোর’ চরিত্রটি।
সম্প্রতি পরিবার সূত্রে জানা যাচ্ছে, জীবনের পড়ন্ত বেলায় এসে নিউমোনিয়া কেড়ে নিল তার প্রাণ। হ্যারি পটার খ্যাত এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। তাই থিয়েটার হোক কী টেলিভিশন বা ফিল্ম__সব জায়গাতেই দেখিয়েছেন তাঁর নজরকাড়া ক্যারিশ্মা।
শেক্সপিয়রের নাটক থেকে শুরু করে জেকে রাউলিং-এর চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন এই পোড় খাওয়া অভিনেতা। ইংল্যান্ডের দুই রাজার চরিত্রেও দেখা গেছিল তার জলবা। । ‘দ্য লস্ট প্রিন্স’-এ রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ডাম্বেলডোর তথা মাইকেল গ্যামবন।
আরও পড়ুন : ‘আর কী করব…’, পথের কাঁটা প্রভাস! ‘সালার’-র ভয়ে ডাঙ্কির মুক্তি পিছিয়ে দিলেন শাহরুখ?
এছাড়াও অভিনেতাকে দেখা গেছিল ব্রিটেনের কিংবদন্তি প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রেও। তবে মাইকেল যে ঠিক কতটা প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভার অধিকারী সেটা বোঝা গেছিল ‘লেয়ার কেক’, ‘দ্য ইনসাইডার’-এর মতো ছবিতে তাঁর খলনায়ক চরিত্রে। অভিনয় জগতের প্রতি তাঁর অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে নাইটহুড সম্মানে সম্মানিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৪ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দেন মাইকেল। বহুল জনপ্রিয় এই সিরিজে হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করেছিলেন রিচার্ড হ্যারিস। তিনি প্রয়াত হলে তাঁর জায়গায় আসেন মাইকেল। এবং গোটা ফ্র্যাঞ্চাইজিতে শেষ পর্যন্ত তাকেই দেখেছেন দর্শক। তবে শেষ জীবনে এসে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন হেডমাস্টারা। এবং অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন জাদুর দুনিয়ার প্রধান শিক্ষক।