বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে মুম্বাই ইন্ডিয়ান্স।
ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ক্রিস লিন। তবে মারমুখী রোহিত শর্মাকে রান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যেতে হয়। রোহিত আউট হওয়ার পর দলের হাল ধরেন ক্রিস লিন এবং সূর্য কুমার যাদব। ক্রিস লিনের 49 এবং সূর্য কুমার যাদব এর 31 রানে ভর করে 159 রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
Just ONE run off the last over. Fifer and an economy of 6️⃣.8️⃣.
You’re a 🌟, Harshal! 👏🏻 👏🏻 #PlayBold #WeAreChallengers #MIvRCB #DareToDream pic.twitter.com/fazyvpwSTl
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 9, 2021
এইদিন মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অখ্যাত বোলার হার্স প্যাটেল। চার ওভার বল করে মাত্র 27 রান দিয়ে পাঁচটি উইকেট নিয়ে সকলকে অবাক করে দিলেন হার্স প্যাটেল। ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, কুনাল পান্ডিয়া, মার্ক জেন্সনের মতো তারকাদের আউট করে এই দিন সকলকে চমকে দিলেন এই অখ্যাত বোলার। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি তার পিঠ চাপরে তাকে অভিনন্দন জানিয়েছেন।