বাংলা হান্ট ডেস্ক : আসন্ন নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলাকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। বঙ্গে পদ্ম ফোটানোর লক্ষ্যে সবরকম আঁটঘাট নেমেই মাঠে নেমেছে বিজেপি (BJP)। একুশের ভুলের পুনরাবৃত্তি যাতে আর না হয় তার দিকে সবরকম নজর রয়েছে বিজেপির। সূত্রের খবর, বিজেপির শক্তি বাড়াতে এবার পদ্মবনে নাম লেখাতে চলেছেন হর্ষবর্ধন শৃঙ্গলা (Harsh Vardhan Shringla)।
প্রাক্তন কূটনীতিক হর্ষবর্ধন শৃঙ্গলার কর্মজীবনের কাহিনী যেমন দীর্ঘ তেমন উজ্জ্বলও বটে। দার্জিলিং-র ভূমিপুত্র হর্ষবর্ধনের পারিবারিক পরিচয় এবং পেশাগত পরিচয় দুটোই নজরকাড়ার মত। বিজেপি সূত্রে খবর, হর্ষবর্ধনের এই পরিচিতিকেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। সবকিছু ঠিক থাকলে আজকেই বিজেপিতে যোগ দেবেন তিনি।
সূত্রের খবর, আজ বেলা ১২.৩০টা নাগাদ দিল্লির হাই কমিশনের সামনে বিজেপির হয়ে শপথ নেবেন হর্ষবর্ধন। আসন্ন দার্জিলিং-র প্রার্থী হতে পারেন তিনি। যদিও এই গুঞ্জন আগেই ছিল। বিগত কয়েক মাস ধরেই দার্জিলিং-এ আনাগোনা বেড়েছে তার। যোগাযোগ বাড়িয়েছেন কলকাতার সাথেও।
আরও পড়ুন : ভোটের মুখে ফের বিপাকে তৃণমূল প্রার্থী! সাতসকালে মহুয়ার বাবার বাড়িতে হানা দিল CBI
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ফরেন সার্ভিসের অবসরপ্রাপ্ত এই কূটনীতিকের অবদান অনেক। গত বছর ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের আয়োজনের নেপথ্য কারিগরীদের মধ্যে তিনি অন্যতম। মার্কিন মুলুকের সাথে ভারতের সম্পর্ক দৃঢ় করার পেছনে তার ভূমিকা অনস্বীকার্য। চিন-পাকিস্তানের সাথে সম্পর্ক যখন তলানিতে তখন বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করার কথা তিনিই বলেছিলেন।
আরও পড়ুন : মাষ্টার প্ল্যান গম্ভীরের, KKR-র প্রথম একাদশে থাকবে চরম চমক! জানুন কাদের নেবে কলকাতা
এর আগে বাংলাদেশ এবং থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি। এমন আবহে তার দার্জিলিং থেকে প্রার্থী হওয়ার খবর যদি সত্যি হয় তাহলে ভোটের আগেই দু কদম এগিয়ে থাকবে বিজেপি। দার্জিংলবাসী যে তাদের এই কৃতি সন্তানের উপর চোখবন্ধ করে ভরসা করবে সেকথা বলাই বাহুল্য।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার