বেনজির, সাধের বাইক বিক্রি করে অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন ‘সনম তেরি কসম’ খ‍্যাত হর্ষবর্ধন

বাংলাহান্ট ডেস্ক: দেশের এই কঠিন সময়ে বহু অভিনেতা অভিনেত্রীই সাহায‍্যের জন‍্য এগিয়ে আসছেন। কেউ কেউ বিভিন্ন সংস্থার মাধ‍্যমে অক্সিজেন কনসেনট্রেটরের (oxygen concentrator) ব‍্যবস্থা করছেন তো কেউ খাবার বিতরণ করছেন। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেতা হর্ষবর্ধন রানে (harshvardhan rane)।

নিজের পছন্দের রয়াল এনফিল্ড বাইকটি বিক্রি করে দিয়েছেন অভিনেতা। সেই টাকায় তিনটি অক্সিজেন কনসেনট্রেটর কিনেছেন তিনি। সেগুলি হায়দ্রাবাদে পৌঁছে দিয়েছেন হর্ষবর্ধন। এরপর আরো অক্সিজেন কনসেনট্রেটর কেনা যাবে বলেও জানিয়েছেন তিনি।

harshvardhanranecovid41602081285
অতি সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে বাইকটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিলেন অভিনেতা। বাইকটির বদলে বেশ কিছু অক্সিজেন কনসেনট্রেটর কেনা যাবে বলে মন্তব‍্য করেছিলেন তিনি। বাইকের সঙ্গে নিজের কিছু ছবিও শেয়ার করেছিলেন হর্ষবর্ধন। অভিনেতার এই উদ‍্যোগের জন‍্য তাঁর প্রশংসা করছেন অনুরাগীরা।

https://www.instagram.com/p/COVHaSZFr7F/?igshid=vavx3kes1yke

দেশের কঠিন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকেননি তারকারা। মাদার টেরেসার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথে নেমে মানুষকে খাবার বিতরণ করলেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ। মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার ডি শিবনন্দনের সংস্থা রোটি ব‍্যাঙ্ক ও ইয়োলো ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। মুম্বইয়ের রাস্তায় এদিন নিজে হাতে খাবার বিতরণ করলেন জ‍্যাকলিন।

এই উদ‍্যোগের ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জ‍্যাকলিন। সেই সঙ্গে তিনি জানিয়েছে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের খাবার যুগিয়েছে এই রোটি ব‍্যাঙ্ক। মহামারির সময়ও খাদ‍্য বিতরণের কাজ করেছে তারা।

এর আগে করোনা পরিস্থিতিতে সহায়তা করেছেন সুনীল শেট্টি। বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটরের ব‍্যবস্থা করেছেন তিনি। কেভিএন ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন সুনীল। এই সংস্থার এক নয়া প্রকল্প ‘Feed My City to provide oxygen concentrators’ এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই বিষয়ে একটি টুইটে অভিনেতা লেখেন, ‘আমার কঠিন পরীক্ষার মধ‍্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আশার আলো যে একে অপরকে সাহায‍্য করার জন‍্য মানুষ হাতে হাত মিলিয়েছে। আমি এই উদ‍্যোগে শামিল হতে পেরে খুবই কৃতজ্ঞ। এটি কেভিএন ফাউন্ডেশনের একটি উদ‍্যোগ বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার জন‍্য।’

মুম্বই ও বেঙ্গালুরুতেই আপাতত এই বিনামূল‍্যে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার প্রকল্প চালু হয়েছে। নিজের অনুরাগীদেরও সাহায‍্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন সুনীল। যেকোনো প্রয়োজনে তিনি সাহায‍্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর