বাংলা হান্ট ডেস্ক : বিনোদন জগতে এখন শোকের ছায়া। চলতি বছর থেকেই মৃত্যুর পরপারে পাড়ি দিয়েছেন একাধিক নামী-দামী শিল্পীরা। একটার পর একটা মৃত্যু সংবাদে শোকাহত ভক্তরাও। লতা মঙ্গেশকর, কেকে-র পর এবার সেই তালিকায় জুড়লো হরিয়ানার বিখ্যাত গায়ক রাজু পঞ্জাবীর নাম। তিনি মূলত আঞ্চলিক ভাষায় গানের জন্যেই বিখ্যাত।
সূত্রের খবর, গত মঙ্গলবার হিসারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিখ্যাত গায়ক। মৃত্যুকালে এই জনপ্রিয় গায়কের বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে। তবে জানা যাচ্ছে, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
সূত্রের খবর, দিন দশেক আগেই রাজুকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল সংশ্লিষ্ট হাসপাতালে। জানা যাচ্ছে, জন্ডিশে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্বাস্থ্যের অবনতির কারণে তাকে ভেন্টিলেটরে রাখার কথা ভাবেন চিকিৎসকরা। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। এরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন : এবার বর্তমান সমাজ নিয়ে বিস্ফোরক নুসরত, অভিনেত্রীর মন্তব্যে শোরগোল! কার উদ্দেশ্যে কড়া বার্তা?
তবে বাড়ি যাওয়ার পর আবারও অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এতকরেও শেষ রক্ষা হলনা। মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই স্বনামধন্য গায়ক। উল্লেখ্য, তাঁর পরিবারে রয়েছে স্ত্রী এবং তিন সন্তান।
আরও পড়ুন : উমুক্ত ক্লিভেজ, চূড়ান্ত শরীরী আবেদন! খোলামেলা পোশাকে হিল্লোল তুললেন সৌমিতৃষা! কাহিল ভক্তরা
হরিয়ানার এই খ্যাতনামা গায়কের কিছু বিখ্যাত গানের কথা বললে যেগুলি সবার প্রথমে উঠে আসে তা হল, ‘দেশি দেশি’, ‘আচ্ছা লাগে সে’ এবং ‘তু চিজ লাজাওয়াব’। রাজু পাঞ্জাবির শেষ গান ছিল, ‘আপসে মিলকে ইয়ারা হামকো ভালো লাগা থা’, যা গত ১২ আগস্ট মুক্তি পায়। এই গানটি তৈরি করতে প্রায় ২ বছর সময় নিয়েছিলেন তিনি। তবে কে জানতো যে, এই গানই তার শেষ গান হবে!
রাজু পঞ্জাবী হরিয়ানার পাশাপাশি রাজস্থানেও বেশ ভালোই জনপ্রিয় ছিলেন। হরিয়ানার জনপ্রিয় ডান্সার স্বপ্না চৌধুরীর মত একাধিক জনপ্রিয় তারকার সাথে পারফরম্যান্স করেছেন তিনি। এইদিন তাঁর মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তিনি বলেন, ‘রাজু পাঞ্জাবির মৃত্যু হরিয়ানার সঙ্গীত শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’ জানা যাচ্ছে, জনপ্রিয় এই গায়কের মরদেহ নিয়ে যাওয়া হবে, নিজ গ্রাম রাওয়াতসার খেদাতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে খবর।