বাংলা হান্ট ডেস্কঃ হাথরস কাণ্ড নিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার কড়া পদক্ষেপ নেওয়ার মুডে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই রাজ্যের মা-বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করতে দোষীদের কড়া শাস্তি দিয়ে উদাহরণ পেশ করার কথা বলেছেন। আর এরপর সরকার এখন হাথরসের ডিএম, এসপি সমেত কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করেছে বলে খবর আসছে।
এই মামলায় হাথরস প্রশাসনের গুন্ডাগিরি দেখে যোগী আদিত্যনাথ এসপি, ডিএম সমেত বেশ কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করেছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে, যেভাবে হাথরস প্রশাসন গোটা ঘটনাকে হ্যান্ডেল করছিল সেটা নিয়ে যোগী আদিত্যনাথ ক্ষুব্ধ।
আরেকদিকে, নির্যাতিতার বাড়ি যাওয়ার জন্য মিডিয়ার উপর থেকে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে, আজকের মধ্যেই সরকার এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। জানিয়ে দিই, ডিএম প্রবীণ কুমারের নিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
ভাইরাল ভিডিওতে দেখা যায় যে, DM কে নির্যাতিতর পরিবারের সাথে কথা বলছে। DM নির্যাতিতর পরিজনদের বলছেন, অর্ধেক মিডিয়া চলে গিয়েছে, আর বাকি অর্ধেক আগামীকাল সকালেই চলে যাবে। আমরা আপনাদের পাশে থাকব সবসময়। এবার আপনার ইচ্ছে আপনি বয়ান বদলাবেন কি না। DM এর এই ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। যদিও, আমাদের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।