মহাশিবরাত্রির আগে স্বপ্নে দেখেছেন এই ৬ টি জিনিস? রয়েছে শুভ সংকেত! ঘুরবে আপনার ভাগ্যের চাকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে মহাশিবরাত্রি (Maha Shivaratri) উদযাপনের তোড়জোড় শুরু হয়েছে। শুধু তাই নয়, দেশের প্রতিটি প্রান্তেই মন্দিরগুলিতে চলছে বিশেষ প্রস্তুতি। মহাশিবরাত্রি শিবালয়গুলিতে একটি বিশেষ উপায়ে উদযাপিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়। এমতাবস্থায়, চলতি বছরে মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ, অর্থাৎ শুক্রবার।

কথিত আছে যে, এই দিনে রুদ্রাভিষেক করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি, এই বিশেষ দিনে ভগবান শিব তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এবং তাঁদের সমস্ত ইচ্ছেপূরণ করেন। এদিকে, মহাশিবরাত্রির আগে স্বপ্নে কিছু জিনিস দেখাও অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। অনেকেই এই বিষয়ে জানেন না। এমতাবস্থায়, চলুন জেনে নিই যে, মহাশিবরাত্রির আগে স্বপ্নে কোন কোন জিনিস দেখলে তাতে আপনার উন্নতি এবং সমৃদ্ধি ঘটতে পারে।

১. স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখা: মহাশিবরাত্রির আগে স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গ হল ভগবান শিবের প্রতীক এবং শিবরাত্রির আগে শিবলিঙ্গের দর্শন কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত দেয়।

২. স্বপ্নে বেলপাতা দেখা: মহাশিবরাত্রির আগে স্বপ্নে বেলপাতা বা বেল গাছ দেখতে পেলে সেটিও শুভ বলে মনে করা হয়। স্বপ্নে বেলপাতা দেখার অর্থ হল আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে এবং আপনার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে।

৩. স্বপ্নে নন্দী দেখা: মহাশিবরাত্রির আগে স্বপ্নে ষাঁড় বা নন্দী দেখলে তা শুভ স্বপ্ন বলে মনে করা হয়। নন্দী হলেন ভগবান ভোলানাথের বাহন এবং তাঁকে ছাড়া শিবের পরিবার অসম্পূর্ণ বলে মনে করা হয়। এমতাবস্থায়, আপনার স্বপ্নে নন্দীকে দেখার অর্থ হল আপনি সাক্ষাৎ মহাদেবের কাছ থেকে আশীর্বাদ এবং সাফল্য পেতে চলেছেন।

Have you seen these 6 things in a dream before Maha Shivaratri? There are good signs

৪. স্বপ্নে সাপ দেখা: আমরা অনেক সময়ে স্বপ্নে সাপ দেখি। তবে মহাশিবরাত্রির আগে স্বপ্নে সাপকে দেখা বা সাপের গর্ত দেখার বিষয়টি শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনার জীবনে সম্পদের আগমন ঘটতে চলেছে।

আরও পড়ুন: পক্ষপাতিত্ব! শ্রেয়সের বাদের প্রসঙ্গে এবার BCCI-র “আসল রহস্য” ফাঁস করল KKR

৫. স্বপ্নে শিবলিঙ্গের অভিষেক করা: আপনি যদি মহাশিবরাত্রির আগে শিবলিঙ্গের অভিষেক করার বিষয়টি স্বপ্নে দেখেন, তাহলে এর অর্থ হল ভগবান ভোলানাথ আপনার প্রতি প্রসন্ন হবেন। এমতাবস্থায়, আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং জীবনে সুখ আসতে চলেছে।

আরও পড়ুন: ৩০ মিনিটেই পৌঁছে যাবেন বহুদূর! বাড়ল নমো ভারত ট্রেনের রুট, ছুটবে এই লাইনে

৬. স্বপ্নে রুদ্রাক্ষ দেখা: এছাড়াও, আপনি যদি মহাশিবরাত্রির আগে স্বপ্নে রুদ্রাক্ষ দেখেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাশিবরাত্রির আগে যদি এমন স্বপ্ন দেখা যায়, তাহলে এর অর্থ হল আপনার জীবন ঝামেলা, রোগ এবং ত্রুটিমুক্ত হতে চলেছে। এছাড়াও, আপনার অমীমাংসিত কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর