শরীর ভালো রাখতে জুড়ি নেই পেয়ারার, তাই রোজগার খান এই ফল

শরীর আর পেট ঠান্ডা রাখতে এইসব ফলের কোনো তুলনা নেই।এমনকি বৃদ্ধদেরও নিয়মিতভাবে ফল খাওয়া উচিৎ এবং প্রতিদিন কিছু পরিমাণে হলেও ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ।আজকাল কার দিনে সকলেই ব্যস্ত এবং প্রয়োজনের খাতিরেই বাইরের ভাজাপোড়া  এসব খাবার বেশী খেয়ে থাকেন।

ফলের মধ্যে খুবই উপকারী এবং কম খরচে পাওয়া যায় এমন একটি ফল হলো পেয়ারা। আর পেয়ারা ফাইবার জাতীয় ফল আর তাই এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় । এমনকি ইমিউনিটি বজায় থাকে তার জন্যে আমাদের নিজেদের বুঝে শুনে খেতে হবে এই ফল ।এর মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের রক্ত শুদ্ধ করে এবং আমাদের পেট পরিষ্কার রাখে।

guava fruit 1

ভিটামিন বি৩ ও নিয়াসিন যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ভারসাম্য বজায় রাখে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
য়ার ছোটো  শিশুরাও আজকাল বাইরের বিভিন্ন রকম মুখরোচক খাবারের প্রতি বেশি আগ্রহী  হয়ে পড়ছে এবং তারা প্রতিদিনই সেসব খাবার খেতে চায়। কিন্তু, এসব খাবার রোজ খাওয়ার পরে শরীরের খুব ক্ষতি হচ্ছে। তাই এসব খারাপ খাবার না খেয়ে তার পরিবর্তে রোজ ফল খাওয়া খুব ভালো।

পেয়ারার রস ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসায় খুবই কার্যকর। আর পেয়ারার রস ভিটামিন সি সমৃদ্ধ তাই খেলে পড়ে জ্বর, সর্দি কম হয়।তবে যদি কারো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়া উচিৎ। কারো ক্ষেত্রে ফল খেতে ভালো না লাগলে তারা ফল পিষে জুস্ বানিয়ে খেতে ভালো লাগবে।


সম্পর্কিত খবর