মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণের মতই ঘৃণ্য অপরাধঃ বম্বে হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণের মতই ঘৃণ্য অপরাধ, সম্প্রতি একটি মামলায় এমনই ঐতিহাসিক রায় দিল বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট ঐ মামলার রায়ে জানিয়েছে, কোনো পুরুষ যদি একজন মহিলাকে বলেন, যে তিনি শুধুমাত্র তাঁকেই ভালোবাসেন , অন্য কাউকে নয়, তাহলে সেটি কিন্তু ওই মহিলার পক্ষ থেকে যৌন সম্পর্কে সম্মতির লক্ষ্মণ নয়।

a 2

মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্কের পরিপ্রেক্ষিতে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা। অভিযুক্ত ব্যাক্তি দাবি করেন, ওই মহিলা যৌন সম্পর্কে রাজি ছিলেন। যদিও কোর্টে অভিযোগকারিনী মহিলা জানান,ক্রমাগত ওই ব্যক্তি বলে গিয়েছিলেন, তিনিই একমাত্র মহিলা যাঁকে নাকি ওই ব্যক্তি ভালোবাসেন। সেই প্ররোচনায় পা দেন মহিলা। কয়েকদিন সম্পর্কে থাকার পর সেই সম্পর্ক অবশ্য ভেঙে যায় তাঁদের। তারপর  আদালতের দ্বারস্থ হন অভিযোগকারিনী।

এই মামলার রায়ে বিচারপতি জানান, ওই মহিলা এই ভেবেই ওই ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে রাজি হয়েছিলেন, যে ওই ব্যক্তির ভালোবাসা তাঁর প্রতি খাঁটি।  অভিযুক্ত ব্যক্তি কোনও রকম বিয়ের প্রতিশ্রুতি না দিলেও ওই ব্যক্তি সম্পর্কের প্রলোভন দেখিয়ে মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিল। মহিলাকে যৌন সম্পর্কে রাজি করানোর জন্যই ভালোবাসার আশ্বাস দেন ওই ব্যক্তি।

এই মর্মে বিচারপতি সুনীল শুকরে ও মাধব জামদার আসামীকে ধর্ষণের দায় থেকে মুক্ত করার আবেদন বাতিল করে দেন। একই সাথে মিথ্যে আশ্বাস বা প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণের মতই ঘৃণ্য অপরাধ একথা স্পষ্ট করে দেন বিচারপতিরা।

সম্পর্কিত খবর