বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। নিয়োগ মামলায় বর্তমানে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এবার মানিকের বিরুদ্ধে তদন্ত কত দূর সেই নিয়ে সিবিআইয়ের (CBI) কাছে তার রিপোর্ট তলব করলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয়, তদন্তকারী সংস্থাকে ডেডলাইনও ধরিয়ে দিলেন বিচারপতি। সোমবার দুপুর ২টোর মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যদিও প্রাথমিকের মামলায় মানিককে সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, তবে বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট গ্রেফতারে নিষেধাজ্ঞা দিয়েছে, তদন্তে নয়।
নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। গ্রেফতার হয়েছিলেন তার স্ত্রী ও পুত্রও। যদিও সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়কের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। তবে জামিন অধরা রয়েছে বাবা-ছেলের। বারংবার জামিন চেয়েও সুরাহা পাননি কেউই।
আরও পড়ুন: ‘কান্নাকাটি করার অনেক সময় পাবেন’, হঠাৎ কেন এমন বললেন মোদী?
প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালে গ্রেফতার হন তৎকালীন পর্ষদ সভাপতি তথা শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য। পাশাপাশি মানিকের বিরুদ্ধে ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ওএমআর শিট নষ্ট করার অভিযোগও রয়েছে। সম্প্রতি তার নাম জড়িয়েছে পোস্টিং দুর্নীতিতেও।
আরও পড়ুন: ‘ধান্দাবাজ! টাকা কামানোর জন্য..শালবনিতে ঢপের চপ হবে’, সৌরভকে জোর আক্রমণ শুভেন্দুর
কার নির্দেশে বা মদতে মানিক ওইসব ওএমআর শিট নষ্ট নষ্ট করেন সেই বিষয়ে জানতে চেয়ে মানিক ভট্টাচার্যকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মত সশরীরে আদালতে গিয়ে হলফনামাও দিয়েছিলেন মানিক। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় একবছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি মানিক।