বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment scam) মামলার জের! শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গতবছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের বহু নেতা-বিধায়ক সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। জেলেই দিন কাটছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ও তার ছেলে শৌভিক ভট্টাচার্যের (Souvik Bhattacharya)।
শুক্রবার কলকাতা হাইকোর্টে শৌভিক ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল। তবে প্রাক্তন পর্ষদ সভাপতির ছেলেকে জামিন দিল না আদালত। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। শৌভিকের জামিনের বিরোধীতা করে আদালতে ইডি জানায়, তার বিরুদ্ধে নতুন তথ্য মিলেছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানায়, রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। পাশাপাশি একটি ক্লাবের আর্থিক লেনদেনেও মানিক-পুত্র জড়িত বলে আদালতে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: মমতার এক ঘোষণায় মহা বিপাকে রাজ্যের সমস্ত BJP বিধায়কেরা! এবার কী করবেন শুভেন্দু?
ওদিকে ইডির বিরোধীতা করে মানিকের ছেলের আইনজীবী জানান ওই তথ্যে আপত্তি জানিয়ে হলফনামা দিতে চান শৌভিক ভট্টাচার্য। অভিযুক্তর আইনজীবীর দাবিতে সাড়া দেয় আদালত। হলফনামা জমা দেওয়ার আরজি মঞ্জুর করেছেন বিচারপতি ঘোষ। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন: এবার ED অফিসারদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ? রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ছুটলেন গোয়েন্দারা
প্রসঙ্গত নিয়োগ মামলায় গত ফেব্রুয়ারি মাসে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিককে হেফাজতে নেয় ইডি। এরপর তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও জামিন চেয়ে আবেদন করায় ৭ অগস্ট শতরূপা শর্তসাপেক্ষ জামিন পেয়ে যান। তবে মায়ের জামিন হলেও এদিন ছেলের জামিনের আরজি মঞ্জুর করলনা আদালত।