বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা, HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই ব্যাঙ্ক মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেটস তথা MCLR হ্রাস করেছে। যা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ঋণগ্রহীতাদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হবে। ব্যাঙ্কটি নির্দিষ্ট ঋণের মেয়াদের ওপর MCLR হার ৫ বেসিস পয়েন্ট (bps) পর্যন্ত কমিয়েছে। জানিয়ে রাখি যে, একটি বেসিস পয়েন্ট হল শতাংশের ১০০ ভাগের ১ ভাগ। HDFC-র সংশোধিত MCLR হার গত ৭ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনের পর, ঋণের মেয়াদের ওপর নির্ভর করে HDFC ব্যাঙ্কের MCLR হার বর্তমানে ৮.২৫ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশের মধ্যে রয়েছে।
MCLR হ্রাস করল HDFC ব্যাঙ্ক (HDFC Bank):
HDFC ব্যাঙ্ক MCLR হার সংশোধন করেছে: জানিয়ে রাখি যে, ওভারনাইট এবং ১ মাসের MCLR হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৩০ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ করা হয়েছে। ৩ মাসের MCLR হার ৮.৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৩০ শতাংশ করা হয়েছে। এদিকে, ৬ মাসের MCLR হার ৮.৪০ শতাংশে অপরিবর্তিত রয়েছে। ১ বছরেরMCLR হার ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৪০ শতাংশ করা হয়েছে। এছাড়াও, ২ বছর এবং ৩ বছর মেয়াদী MCLR হার যথাক্রমে ৮.৫০ শতাংশ এবং ৮.৫৫ শতাংশে স্থিতিশীল রয়েছে।

MCLR কী: জানিয়ে রাখি যে, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেটস তথা MCLR হল সেই হার
যেটি একটি আর্থিক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ঋণের ওপর যে ন্যূনতম সুদের হার ধার্য করতে হয় সেটি। এটি লোনের ক্ষেত্রে সুদের হারের ন্যূনতম সীমা নির্ধারণ করে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কর্তৃক নির্দিষ্ট না করা পর্যন্ত, ঋণগ্রহীতাদের জন্য এই হারের পরিসর অপরিবর্তনীয় থাকে।
আরও পড়ুন: তৈরি অবসরের পরিকল্পনা! বিশ্বকাপে খেলবেন না মেসি? কী জানালেন ফুটবলের মহাতারকা?
উল্লেখ্য যে, RBI ২০১৬ সালে MCLR (ইন্টারমিডিয়েট লেন্ডিং রেট) চালু করে। উল্লেখ্য যে, HDFC ব্যাঙ্কের বর্তমান বেস রেট ৮.৯০ শতাংশ। যা গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর, HDFC ব্যাঙ্কের বেঞ্চমার্ক PLR (BPLR) বার্ষিক ১৭.৪০ শতাংশে সংশোধিত হয়েছে।
আরও পড়ুন: I-PAC-এ তল্লাশিতে বাধা দেওয়ায় যুক্ত হল মুখ্যমন্ত্রীর নাম! আদালতের কাছে CBI তদন্তের দাবি ED-র
HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার: জানিয়ে রাখি যে HDFC ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫ শতাংশ থেকে ৬.৪৫ শতাংশ এবং ৩ কোটি টাকার কম পরিমাণে প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫ শতাংশ থেকে ৬.৯৫ শতাংশ পর্যন্ত ফিক্সড ডিপোজিটের সুদের হার উপলব্ধ করে। সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার যথাক্রমে ৬.৪৫ শতাংশ এবং ৬.৯৫ শতাংশ। ১৮ মাস থেকে ৩ বছরের কম মেয়াদী ফিক্সড ডিপোজিটে এই হারগুলি গত ১৭ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর রয়েছে।












