বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC Bank বছরের শুরুতেই আনল বড় সুখবর। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার পরিবর্তিত হয়েছে ৭ ই জানুয়ারি থেকে। ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা পেয়ে যাবেন ৪.৭৫ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের জন্য থাকছে বার্ষিক সর্বোচ্চ ৭.৯০ শতাংশ হারে সুদ।
HDFC Bank-এর নয়া ধামাকা:
২ বছর ১১ মাস থেকে ৩৫ মাসের ফিক্সড ডিপোজিটে HDFC প্রদান করছে ৭.৩৫% হারে সুদ। প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করলে পাবেন ৭.৮৫% হারে সুদ। ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের HDFC দিচ্ছে ৭.৪০% হারে সুদ। এই সময়কালের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৭.৯০% হারে সুদ।
৬ মাস ১ দিন থেকে ৯ মাসের কম ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার ৫.৭৫% ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬.২৫%। ১ বছর থেকে ১৫ মাসের কম ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৬.৬০% ও প্রবীণ নাগরিকরা ৭.১০% হারে পাবেন সুদ। যারা ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান তারা HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন সুদের হার।
আরোও পড়ুন : পারিবারিক অনুষ্ঠানগুলি হয়ে উঠবে আরও “স্পেশাল”! শহর কলকাতায় রসনাতৃপ্তির নয়া ঠিকানা ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার
এছাড়াও ব্যাংকের শাখায় গিয়ে জানতে পারেন বিস্তারিত। এমনকি জানা যাচ্ছে, HDFC ব্যাংক পরিবর্তন করতে চলেছে ঋণের উপর সুদের হার (Rate of Interest)। যদি সুদের হার বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে লোন গ্রহীতার উপর। তাই যারা নতুন লোন নেওয়ার পরিকল্পনা করছেন তারা আগে যোগাযোগ করুন ব্যাংকের শাখায় এবং জেনে নিন বিস্তারিত।