‘INDIA নামটা প্রধানমন্ত্রীরও পছন্দ হয়েছে’, জঙ্গি সংগঠনের নাম নিয়ে খোঁচার পাল্টা উত্তর দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : বিরোধী জোট নিয়ে এই মুহুর্তে সরগরম গোটা দেশ। এরই মধ্যে জোটের নাম ঠিক করা হয় ‘ইন্ডিয়া’ (India)। আর তার পর থেকেই বিজেপির নিশানায় রয়েছে বিরোধী জোট। খোদ প্রধানমন্ত্রীও কটাক্ষ করেছেন। ঔপনিবেশিকতার ছায়া রয়েছে। বিরোধী জোটের নাম নিয়ে কটাক্ষবাণ শানাতে গিয়ে বিজেপি (BJP) নেতাদের মুখে বারবার শোনা গিয়েছে এ কথা।

বিরোধী জোটকে আক্রমণ করতে নেমে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টেনে এনেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। একযোগে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ইন্ডিয়া শব্দ ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়ার নাম রয়েছে।’ এ প্রসঙ্গেই এবার পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, ‘আমার মনে হয় ইন্ডিয়া নামটা তাঁর পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন। পাবলিকও গ্রহণ করেছে। এখন কিছু বলতে হবে বলে মনে হয় উনি বলেছেন।’

এদিন রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দের সঙ্গে সাক্ষাৎ পর্ব মিটতেই এমন কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। নিজের বক্তব্যের সমর্থনে মমতা আরও বলেন, ‘ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন সবাই ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করে। কেউ কি মুজাহিদিন বলে। দেশটার নাম ইন্ডিয়া। মাদারল্যান্ড ইন্ডিয়া। যত ইন্ডিয়া নাম নিয়ে ওঁরা বাজেবাজে কথা বলবেন, তত মনে হবে নামটা ওঁদের পছন্দ হয়েছে।’

mamata modi

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল তৈরি করতে শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। বিজেপিকে চাপ রেখে এক ছাতার তলায় এসেছে ২৬ বিরোধী দল। কিছুদিন আগেই বেঙ্গালুরুর বিরোধী দলগুলির বৈঠকেই প্রথম খাতায় কলমে সামনে আসে জোটের কথা। আত্মপ্রকাশ করে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেল্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘ইন্ডিয়া’। তা নিয়েই এবার জোর চর্চা চলছে গোটা দেশে।

একটানা আক্রমণ শানিয়ে যাচ্ছে পদ্ম শিবির। পাল্টা তোপ দাগছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এদিকে একুশে জুলাইয়ের মঞ্চে বারবার মমতার মুখে শোনা গিয়েছে ইন্ডিয়া জোটের কথা। এদিকে জোটে রয়েছে আবার সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএলের মতো বাম দলগুলি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির। অন্যদিকে পাঁচলা থেকে মালদহ, কোচবিহার একের পর এক নারী নির্যাতনের ঘটনায় সরব হয়েছে বিজেপি।

শুধু তাই নয়, পদ্ম শিবির সরব হয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। রাজ্যে নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা নিয়ে চলতি বাদল অধিবেশনে বুধবার বিধানসভায় বিজেপি মুলতুবি প্রস্তাবও আনতে চলেছে।

ad

Sudipto

সম্পর্কিত খবর