ভারতের কুখ্যাত চোর ধনী মিত্তাল, এই চোরের কাণ্ডে অবাক হবে সবাই

ধানি রাম মিত্তাল,  ভারতের সবচেয়ে কুখ্যাত চোর হিসাবে বিবেচিত হয়। চোর , গুন্ডা, আর ডাকাতের কথা বলতে আমাদের মাথায় প্রথম যে কথা আসে তা হোলো আগেকার দিনের অনেক গল্প যা আমরা বাড়িতে বড়দের কাছে শুনতাম। আর এসব কিছুর মধ্যে একটা রহস্যজনক ব্যপার থাকতো। কিন্তু বাস্তবের এই চোর ধনি মিত্তাল কতটা ভয়ানক এবার শুনে নেওয়া যাক। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮০ বছর। কথায়  আছে যে ধনি রাম মিত্তাল ২৫ বছর বয়সে চুরিকে তার পেশায় পরিণত করেছিলেন। আর কথায় শোনা গেছে যে ধনী মিত্তাল নাকি দিনের বেলায় চুরি করে। অনেকেই জানেন চোরেরা মূলত রাতে চুরি করে কিন্তু এই চোর দিনেও চুরি করে।

১৯৬৪ সালে, তিনি প্রথম পুলিশ চুরি দ্বারা ধরা হয়েছিল। ২০১৬ সালে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তবে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। তবে চুরির ইতিহাসে সবচেয়ে ঘন ঘন গ্রেপ্তার হওয়া প্রথম এবং একমাত্র চোর বলে মনে করেন সবাই।ধনিরাম এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি গাড়ি চুরি করেছে বলে জানা গেছে।  কয়েক বছর আগে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছিল।A48শোনা গেছে যে ধনি রাম মিত্তালও এলএলবি নিয়ে পড়াশোনা করেছিলেন। এর বাইরে তিনি হস্তাক্ষর বিশেষজ্ঞ এবং গ্রাফোলজি ডিগ্রিও অর্জন করেছিলেন। তার চুরি বিদ্যার পাশাপাশি এতো বিদ্যা আর প্রতিভা সবাইকে অবাক করে। কিন্তু এরপরেও কেন তিনি চুরি করেন , কি কারন কিছুই জানা জায়নি। একাধিকবার চোরকে ধাব্বা দিয়ে পালিয়েছে এই চোর।

শোনা যায় যে  এই চুরিগুলি চালানোর জন্য এই ডিগ্রি অর্জন করেছিলেন। এই ডিগ্রির কারণে তিনি গাড়ি চুরি করতেন এবং তার নকল কাগজপত্র প্রস্তুত করে বিক্রি করতেন।ধানি রামের সবচেয়ে আকর্ষণীয় ও অদ্ভুত কীর্তি হ’ল তিনি দুই মাস ধরে বিচারকের চেয়ারে বসে রায় দিয়েছিলেন।  আর এই বিষয়টি নাকি কেউ জানেতেন না। বলা যেতে পারে তার মতন এরমকম অদ্ভুত আর বিরল ধরনের চোর খুব ক০ম দেখা যায়।

 

সম্পর্কিত খবর