নিজেকে কোভিড অফিসার পরিচয় দিয়ে লুট করল ৫৪ হাজার টাকা, গ্রেফতার ১

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বাসের পরিণতি যে কতটা খারাপ বা ভয়ঙ্কর হতে পারে তা আমরা আগেও দেখেছি। এমন এক ঘটনা ঘটল এবার মুম্বাইতে (Mumbai)। করোনা নিয়ে পুরো দেশ উত্তাল, কবে এই মারণ ভাইরাস থেকে নিস্তার পাবে তার দিকেই সবাই তাকিয়ে আছে। সবার একটাই কথা পৃথিবী কবে আবার আগের রূপে ফিরে আসবে। এমন অবস্থায় একজন ব্যক্তি নিজেক কোভিড অফিসার বলে দাবি করে ৫৪,০০০ টাকা ছিনতাই করেছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুর এলাকায়। অভিযুক্তের নাম সোহান ওয়াঘমারে (২৩)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ শে আব্দুল শেখ নামে এক ব্যক্তি চেম্বুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন, সেখানেই সোহান নিজেকে কোভিড অফিসার বলে দাবি করেন। আব্দুলবাবু তার এই পরিচয়টি মেনেও নেন।

777503 handcuffs arrest reuters

চেম্বুর থানার এক আধিকারিক বলেন যে, “ওঘমারে ও তার সহযোগী শেখের ব্যাগটি থেকে একটি এটিএম কার্ড বের করে নেন। তিনি তার কাছ থেকে এটিএম কার্ডের পিন নম্বরও জানতেন। তারপর দুজনেই এটিএমে যান এবং ৫৪,০০০ টাকা তোলেন। অভিযুক্তকে আব্দুলবাবু টাকাটি দিয়েও দেন।

c0481846 wuhan novel coronavirus illustration spl 2

ওই এলাকার সিসিটিভি ফুটেজে অনুসন্ধান করা হয়েছে, যা অভিযুক্তদের গাড়ি নম্বর দেখা গিয়েছে। এরপরে শুক্রবার বাঘমারে তাকে চুনাভট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, যদিও তার সহযোগী পলাতক রয়েছে। এই কর্মকর্তা বলেন, ‘ওয়াগমারে প্রতারণার অভিযোগে আইপিসির আওতায় অভিযুক্ত আনা হয়েছে। তার বিরুদ্ধে সায়ন ও নেহেরু নগর থানায় মামলাও রয়েছে।

সম্পর্কিত খবর