বাংলা হান্ট ডেস্ক: ভারী খাবার খাওয়ার পর অনেকেরই পেট ভার বা বুকে ব্যথার মতন সমস্যা দেখা দেয় (Health)। তবে এটি যে সব সময় অম্বলের (Acidity) জন্য হয়ে থাকে তা কিন্তু একেবারেই নয়। অথবা অম্বল ধাত (Acidity Problem) থাকলে এই ধরনের অসুবিধা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে সবসময় যে অম্বলের জন্য এই ধরনের অসুস্ত এগুলো হচ্ছে তা কিন্তু নয়। হয়তো তলে তলে বাসা বেঁধেছে হার্টের (Heart)রোগের। কিন্তু আপনি বুঝতেই পারছেন না। চিকিৎসকদের মতে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে যাঁদের, অর্থাৎ, কিছু খেলেই গলা-বুক জ্বালা করে এবং ডায়াবিটিসের রোগীদের এই ভুলটা বেশি হয়। এবার আপনি কিভাবে বুঝবেন এটি গ্যাসের ব্যথা নাকি হার্টের সমস্যা (Heart Problem)।
গ্যাসের ব্যথা বা হার্টের সমস্যা বোঝার সহজ উপায় কী? (Health)
গ্যাসের সমস্যায় আজকাল অনেকেই ভোগেন। আর গ্যাস (Gas) হলে ঠিক কতটা কষ্ট পেতে হয় যাদের হয় তারা কেবলমাত্র জানেন। কিন্তু সব সময় যে গ্যাসের থেকে শরীরে সমস্যা দেখা দেয় তা কিন্তু নয়। একটু অসচেতনতায় হতে পারে হার্টের (Heart) রোগ। তাই একটু আগে থেকে সকলকে সচেতন হতে হবে। যদি বুকে ব্যথা মাঝেমধ্যেই হতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
এছাড়া, এই হার্টের (Heart) সমস্যা বা হার্ট অ্যাটাক (Heart Attack Risk) এর কারণের ব্যথা নিজের থেকে বোঝা সম্ভব নয়। শুধু কিছু লক্ষণকে সতর্ক করা যেতে পারে। এই ধরুন, হার্টের সমস্যা হলে বুকের মাঝখানে চাপ দিয়ে ব্যথা হবে। মনে হবে বুকের ওপরে ভারী কিছু পাথর চাপানো হয়েছে। অথবা এই ব্যথাটি অনেক সময় চোয়াল থেকে ঘাড় বা পিঠের দিকে যেতে পারে।
আরও পড়ুন: কোথাও লাল কোথাও কমলা সতর্কতা! শনিতে ঝড়-বৃষ্টির তোলপাড় জেলায় জেলায়
এই ব্যথার পাশাপাশি প্রচন্ড ঘাম হবে। সাথে শ্বাসকষ্ট দেখা যেতে পারে। এছাড়াও মুখ ফ্যাকাসে হয়ে যাবে ও হাত পা ঠান্ডা হয়ে আসবে। এই ঘটনা উপসর্গ দেখা দিলে বুঝতে হবে বিষয়টি হাঁটারটাকে দিকে গড়াচ্ছে।
তখন কী করণীয়?
যে সকল ব্যক্তির হার্টের রোগ আছে তাদেরকে আগের থেকেই সাবধানতা মেনে চলতে হবে। অথবা যাদের আগের থেকে হার্টের রোগ নেই, কিন্তু উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। যদি বুকে ব্যথা সঙ্গে ঘাম হতে শুরু করে সেই মুহূর্তে চারটে ডিসিপ্লিন ট্যাবলেট জলে খুলে খেয়ে নিতে হবে। এতে হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর আশঙ্কা ৪০ শতাংশ কমে যাবে। পাশাপাশি জীবের তলায় একটা সরবিট্রেট দিয়ে কাছাকাছি কোন হাসপাতালে যেতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)