বাংলা হান্ট ডেস্ক: ইউরিক অ্যাসিড বাড়লে শরীরে নানান ধরনের রোগ দেখা দেয় (Health)। পাশাপাশি দেহে এর উৎপাদন বৃদ্ধি পেলে সচেতন থাকা একান্তই প্রয়োজন। কারণ ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে পায়ে ব্যথা হয়। যার ফলে হাটা চলা করা কষ্টসাপেক্ষ হয়ে দাঁড়ায় (Health)। আবার অনেক সময় চলাফেরা করা বন্ধ হয়ে যায়। এই ব্যথার কারণ সব সময় বাত তা কিন্তু নয়। অনেক সময় ইউরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় হলে এর সমস্যা দেখা দেয়। ডাক্তারির ভাষায় এই রোগকে বলা হয় ‘হাইপারইউরিসেমিয়া’। তবে চিকিৎসকদের মতে, সবসময় যে ইউরিক অ্যাসিড বাড়লে হাড়ে ব্যথা হওয়া অনিবার্য তা কিন্তু নয়। অনেক সময় উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ বেশি, ওজন বেশি, থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়।
শরীরে ইউরিক অ্যাসিড বেশি? জয়েন্ট পেন ছাড়াও দেখা দেয় আরও উপসর্গ (Health)
আজকালকার দিনে অধিকাংশ বাড়িতে ইউরিক অ্যাসিডের (Uric Acid) রোগী রয়েছেন। এর নানান কারণ হতে পারে (Health)। ডায়াবেটিস, কোলেস্টেরল মতন বাড়ছে ইউরিক অ্যাসিডও। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে সেখান থেকে একাধিক সমস্যার সূত্রপাত শুরু হয়। শরীরের বর্জ্য পদার্থ হল ইউরিক অ্যাসিড। সোজা কথার প্রোটিন বিপাকের ফলে শরীরে তৈরি হয়ে যায় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড প্রাকৃতিকভাবে শরীরের ভিতর থাকে। এবার ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যায় তখন শরীরের নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। এমনকি ইউরিক অ্যাসিড জমতে শুরু করলে প্রথমে পায়ের পাতা ফোলা শুরু করে। চিকিৎসকদের মতে সব সময় যে পায়ের ব্যাথাই এই রোগের উপসর্গ হবে তা কিন্তু নয়। আর কি কিভাবে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়েছে তা বুঝতে পারবেন সেটি আজকের প্রতিবেদনে জানানো হল।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরিয়ে পুজোয় স্লিম লুক পেতে চান? ওটস ডায়েট শুরু করুন এখনই থেকে
১) শরীরে (Health) ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ালে অনেক সময় প্রস্রাবে জ্বালার সৃষ্টি হয়। এই জানা অনেক সময় এতটাই হয় যে মানুষ প্রস্রাব করতে ভয় পান। আবার এর থেকে কিডনিতে পাথরের সমস্যা দেখা যায়। তাই এই ধরনের সমস্যা যদি আপনারও হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
২) শরীরে ইউরিক অ্যাসিডের (Uric Acid) পরিমাণ বেড়ে গেলে পিঠের নিচের দিকে অথবা তলপেটে ব্যথা অনুভব করতে পারেন। এমন উপসর্গ দেখা দিলে সতর্ক হোন।
৩) অনেক সময় কানের পিছনের দিক ফুলে যায়। যা কিন্তু ইউরিক অ্যাসিডের (Uric Acid) লক্ষণ। এটি দেখতে অনেকটাই সাবুর দানার মতন হয়। আর এই দানাগুলির বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের হয়। কানের পাশাপাশি কনুই, হাঁটু ও শরীরের অন্যান্য অংশে এই ধরনের ছোট গোল দানা দেখা দিলে তখনই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
৪) শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে বারবার প্রস্রাব পাওয়ার সমস্যা দেখা দেয়। তাই অতিরিক্ত পরিমাণে প্রস্রাব হলে অথবা প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।