খালি পেটে ভেজানো আমন্ড বাদাম খেলে কী হয়? বিশেষজ্ঞরা জানালেন ৮টি বৈজ্ঞানিক উপকারিতা

Published on:

Published on:

Health include almonds in your diet your body will be strong from within

বাংলা হান্ট ডেস্ক: স্বাস্থ্যের (Health) জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখা প্রয়োজন আমন্ড বাদাম। পুষ্প বিদ্যার মতে প্রতিদিন একমুঠো করে আমন্ড বাদাম খেলে পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি শরীরের নানা ঘাটতি পূরণ হয়। এছাড়াও বিশেষজ্ঞদের মতে, অনেক সময় কিভাবে আমন্ড খাবেন সেই সম্পর্কে বহু মানুষ বুঝতে পারেন না। তবে এই বাদাম ভিজিয়ে খেলে পরে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। আজকে প্রতিবেদনে সেই সকল উপকারিতার বিষয়ে জানানো হল।

ডায়েটে রাখুন আমন্ড বাদাম, শরীর থাকবে ভিতর থেকে শক্ত (Health)

১) সকালবেলা ভেজানো আমন্ড বাদাম খেলে পরে শরীরের স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি অক্সিডেন্ট কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এটি হৃদযন্ত্রকে স্বাস্থ্য রাখতে সাহায্য করে (Health)।

২) নিয়মিত আমন্ড (Almonds) বাদাম খেলে পরে ইনসুলিন প্রতিরোধ উন্নতি ঘটে। যার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে সাহায্য করে।

Health include almonds in your diet your body will be strong from within

আরও পড়ুন: ডায়েট, ব্যায়ামেও ফল নেই? শরীরের টক্সিন বার করুন এই জাদুকরি পানীয়তে

৩) সারারাত ভেজানো আমন্ড বাদাম খেলে বাদামের ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। যা সহজে হজমে সাহায্য করে ও হজম ক্ষমতা বাড়ায়।

৪) ভেজানো আমন্ড বাদাম শরীরে ভিটামিন ও খনিজ লবণ ভালোভাবে শোষণ করতে পারে।

৫) আমন্ড বাদাম রক্তে শর্করার মাত্রার নিয়ন্ত্রণে করে। যা ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। এছাড়াও এর মধ্যে থাকা প্রোটিন, ফাইবার আপনাকে দীর্ঘক্ষন পেট ভরা রাখতে সাহায্য করবে।

৬) আমন্ড বাদাম খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ও হৃদরোগের (Heart) ঝুঁকি কমাতে পারে।

৭) আমন্ড বাদামের মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে। পাশাপাশি এটি ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।

৮) প্রতিদিন সকালে ভেজানো আমন্ড বাদাম খেলে পরে, শরীরের পাশাপাশি ত্বক ও চুল ভালো থাকে। কারণ এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে (Health)।