শাক সবজির থেকে বেশি প্রোটিন, আয়রন পাবেন এই মাছে, পুষ্টিবিদদের টিপস…

Published on:

Published on:

Health this fish contains more iron than vegetables, know what nutritionists say

বাংলা হান্ট ডেস্ক: প্রোটিন কেবল শক্তি প্রশিক্ষকদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। আমাদের সকলেরই প্রোটিনের প্রয়োজন। এটি পেশী, হাড়, ত্বক ও রক্তের জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস (Health)। এছাড়াও বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকায় প্রোটিনে উৎস হিসেবে শাক সবজির পাশাপাশি মাছ কেউ রাখে। আপনারা জানলে অবাক হবেন শুঁটকি মাছে প্রচুর পরিমাণে আয়রন (Iron) ও ভিটামিন ডি (Vitamin D) থাকে। পাশাপাশি এই মাছ পুষ্টিগুণে ভরপুর।

শুঁটকি মাছ প্রোটিনের একটি দুর্দান্ত উৎস (Health)

আজ আপনাদের সঙ্গে এমন একটা মাছের কথা বলব যার মধ্যে প্রটিনের (Protein) গুনাগুন ভরপুর। আমরা সকলেই জানি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যার ফলে শাকসবজির পাশাপাশি মাছ খাওয়ার বিষয়ে পুষ্টিবিদরা জোর দেয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন শুঁটকি মাছ প্রোটিনের একটি চমৎকার উৎস। এটি শুধু প্রোটিনের ভালো উৎসই নয়, বরং এটি ভিটামিন ও খনিজে সমৃদ্ধও।

শুঁটকি মাছ উপকারী খাবার। যদিও কেউ কেউ তীব্র গন্ধ সহ্য করতে পারে না। আবার অনেকে এটিকে একটি প্রধান খাবার বলে মনে করে। কিন্তু তীব্র গন্ধের বাইরেও এই মাছটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন (Iron) ও ভিটামিন ডি (Vitamin D)।

পুষ্টিবিদদের মতে, শুঁটকি মাছ হল প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য। যেহেতু এর দীর্ঘ শেল্ফ লাইফ তাই এই মাছে উচ্চ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। এছাড়াও এই মাছ শরীরে পেশী গঠন করতে সাহায্য করে। পাশাপাশি এই মাঝে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা হৃদরোগের জন্য উপকারী। এছাড়াও এই মাঝে ভিটামিন ও খনিজ পদার্থ প্রচুর পরিমাণে আছে।

Health this fish contains more iron than vegetables, know what nutritionists say

আরও পড়ুন: ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়! সোমে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? ওয়েদার আপডেট

শুঁটকি মাছের অন্যান্য উপকারিতা:

১) এই মাছ বহুদিন সংরক্ষণ করে রাখা যায়। যার ফলে এই দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়।

২) শুঁটকি মাছ প্রায়শে বিভিন্ন স্থানে সহজেই পাওয়া যায়।

৩) এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। যার ফলে নানা রকম ভাবে এই মাছ থেকে প্রোটিন ও খনিজ পদার্থ পাওয়া যায়। অতএব শুঁটকি মাছ মূলত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার যার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে।

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)