রক্ত কম? এই ৩ পানীয়ই হতে পারে হিমোগ্লোবিন বাড়ানোর সহজ সমাধান

Published on:

Published on:

Health try these three drinks to increase hemoglobin

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অধিকাংশ মহিলারা রক্তে হিমোগ্লোবিনের অভাবে ভোগেন (Health)। এর ফলে শরীরের দুর্বলতা, শ্বাসকষ্ট, ও অন্যান্য কঠিন ব্যাধি দেখা যায়। পাশাপাশি রক্ত কম থাকলে ঋতুচক্র ও সন্তান ধারণের সময় সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে উপশম পেতে অনেক সময় কারি কারি ওষুধ খায় অনেকেই। তবে শুধুমাত্র ওষুধ খেয়েই নয় নিত্যদিনের কিছু শাক সবজির রস খেয়েও হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যেতে পারে।

কারি ওষুধ নয়, হিমোগ্লোবিন বাড়াতে এই তিনটি পানীয় ট্রাই করুন (Health)

শরীরে (Health) যে কোন পুষ্টির অভাব হলে উপসর্গ দেখা যায়। এর ফলে নানান ধরনের রোগও হয়। তেমনই আইরনের (Iron) ঘাটতি হলে দেখা যায় রক্তাল্পতা (Anemia)। পাশাপাশি কমে যায় হিমোগ্লোবিনের পরিমাণ। এর ফলে বিশেষত নারীদের ক্ষেত্রে নানান ধরনের রোগ হয়। এবং এর জন্য একমাত্র সমাধান ওষুধ কিন্তু নয়। আপনি চাইলে আপনার প্রতিদিনের ডায়েটে বেশ কিছু খাবার যুক্ত করলে এই রক্তাপ্লতার হাত থেকে বাঁচাতে পারবেন। পাশাপাশি শরীরে আয়রনের পরিমাণ বজায় থাকবে (Health)।

Health try these three drinks to increase hemoglobin

আরও পড়ুন:  অতিথিদের মুগ্ধ করুন! ভাইফোঁটায় রেস্তরাঁ স্টাইল মুচমুচে চিকেন পপকর্ন, প্রণালী রইল

বিট ও গাজরের রস: বিট ও গাজরের রসে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে। এর ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়। আপনি প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্ট এর সময় বিটরুট, গাজর,আপেল একসঙ্গে ধুয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুদি তৈরি করে নিতে পারেন। তারপর সেটি খেলে রক্তে আয়রনের পরিমাণের ঘাটতির থেকে মুক্তি পাবেন।

ডালিম ও আমলকির রস: ডালিম ও আমলকি দুই শরীরের জন্য ভীষণ উপকারী। ব্লেন্ডারে প্রথমে ডালিম ছাড়িয়ে নিন। পাশাপাশি আমলকি গুলিকে ছোট ছোট টুকরো করে কেটে দিন। এরপর দুটি জিনিস একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে গ্লাসের ঢেলে লেবুর রস ও গোলমরিচ দিয়ে খেতে পারেন।

খেজুর, কিশমিশ ও তিলের শরবত: খেজুর, কিসমিস ও তিল শরীরের জন্য উপকারী। একটি ব্লেন্ডারে ৪-৫টি খেজুর, ১০-১২টি কিসমিস, ১ চামচ তিল ও পরিমান মতো জল দিয়ে একটি স্মুদি বানিয়ে নিন। এরপর এটি রোজ সকালে খেলে রক্তাল্পতার হাত থেকে মুক্তি পাবেন (Health)।