কয়লা পাচারকাণ্ডে CBI তদন্ত বন্ধ করতে কী করেছে রাজ্য সরকার? আদালতে বিস্ফোরক কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি-র অপব্যবহারের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগামছাড়া অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করেছে মমতা সরকার। তবে তার পরও রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মত তদন্তের ক্ষেত্রে সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর (FIR) দায়ের করে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধীতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য। গতকাল সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা ওঠে।

সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ তোলেন, কয়লা পাচারের মত মামলায় সিবিআই তদন্ত বন্ধ করতে মমতা সরকার কেন্দ্র-রাজ্য বিবাদের ইস্যু তুলে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছে। ওদিকে কেন্দ্রের পাল্টা রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বল বলেন, এখানে কেন্দ্র-রাজ্য বিবাদের কোনও প্রশ্ন নেই।

রাজ্য সরকার সিবিআই তদন্তের ঢালাও অনুমতি তুলে নেওয়ার পর সিবিআই কিভাবে তদন্ত চালাতে এফআইআর করতে? কেন্দ্রের সলিসিটর জেনারেল বলেন, পশ্চিমবঙ্গে সিবিআই রেলের জমি থেকে ইস্টার্ন কোল্ডফিল্ডসের কয়লা পাচারের তদন্ত শুরু করে। সেই তদন্তে এক ‘বিশেষ’ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পরিকল্পনা হতেই তা রুখতে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করে।

আরও পড়ুন: ‘হ্যাঁ জানতাম’, কালো টাকা সাদা করার ৩ সংস্থায় যোগের কথা স্বীকার জ্যোতিপ্রিয় কন্যার: ED

আদালতে কেন্দ্র তরফে অভিযোগ করা হয়, সারদা কেলেঙ্কারি, কয়লা পাচার এসব তদন্ত যাতে সিবিআই তদন্ত বন্ধ হয় তাই মামলা করা হয়েছে। রাজ্য সরকার চাইছে আদালত এই সব তদন্তের এফআইআর খারিজ করে দিক। এতে মারাত্মক পরিস্থিতি তৈরী হবে। কেন্দ্র-রাজ্য বিবাদের প্রশ্ন তুলে মামলা দায়ের করেছে।

img thvli supreme court 2 1 7ia6l7u0

ওদিকে পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, এখানে কেন্দ্র-রাজ্য বিবাদের কোনও বিষয় নেই। CBI তদন্ত নিয়ে রাজ্যের অভিযোগ। সিবিআই একটি স্বাধীন সংস্থা। কেন্দ্রীয় সরকার আর সিবিআই এক নাকি? রাজ্য সরকার আইন অনুযায়ী রাজ্যে সিবিআই তদন্তের ঢালাও অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। তার পর সিবিআই আর কোনও এফআইআর করতে পারে না। অথচ সিবিআই একের পর এক মামলায় এফআইআর করেছে। রাজ্য সরকার তরফে শুধুমাত্র সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।’’ এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল ২৩ নভেম্বর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর