নিখরচায় হার্ট সার্জারির সুযোগ, স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা মমতার! উপকৃত হবেন লাখ লাখ মানুষ

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে চলছে বিনা খরচে হার্ট অপারেশন (Herat Oparation), হাজার হাজার মানুষ এই সুযোগ সুবিধা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়েও নিলেন কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায় (Mamata Banerjee)। সামনে বছর , অর্থাৎ ২০২৪ সালে লোকসভা ভোট তার আগে স্বাস্থ্যসাথী নিয়ে করলেন বড় ঘোষণা। একইসঙ্গে, বিধানসভায় (Assembly) সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও একাধিক তথ্য শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী জানান,স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তিনি আরও বললেন স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কোনও হাসপাতাল রোগীকে ফেরাতে পারবেনা।

একটি সুস্থ শরীরের জন্য একটি সুস্থ হৃদয় অপরিহার্য। আপনারা জেনে খুশি হবেন যে হৃদরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সার্জারি প্রদান করা হবে। অনেকের হার্ট সার্জারি করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। বিধানসভার ভাষণে তিনি জানিয়েছেন ,’ বাংলার শিশুদের মৃত্যু হার অনেক কম। রাজ্য সরকার শিশু স্কিম বা শিশু সাথী প্রকল্পের সূচনা করেছ। জন্মের সময় অনেক শিশু নানান রোগ নিয়ে জন্মায় , বিশেষ করে কিছু শিশু বেড়ে ওঠে হার্টের সমস্যা নিয়েই। এখনপর্যন্ত ৩০ হাজার শিশুর হার্ট অপারেশন করা হয়েছে। কয়েক লক্ষ মানুষ বিনামূল্যে চোখের আলোয় চশমা পেয়েছে। প্রায় ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সবই জনকল্যাণের জন্য’।

আরও পড়ুন : ‘বাংলায় মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি, CBI তদন্ত হলেই…’! সংসদে বিস্ফোরক ধর্মেন্দ্র প্রধান

স্বনির্ভর প্রকল্পেও রাজ্য সরকার একাধিক কাজ করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়। এই প্রকল্পে তাঁর সরকার ৯২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সরকার সবাইকে সাহায্য করছে। এছাড়াও, পুরুষ ও মহিলা সবাইকে প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বললেন ” আমি নিজে দেখেছি লক্ষ লক্ষ মানুষ হস্তশিল্প মেলায় , আমাদের হাতের শিল্প, আমাদের সম্পদ।যত বিক্রি হবে,অর্থনীতি ততই শক্তিশালী হবে “। তবে বিধানসভার অধিবেশনে এও জানান ভাই কার্তিকের ছেলের বিয়ের অনুষ্ঠানে কার্শিয়াং যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুসারে ৭ ডিসেম্বরে যেতে পারেন।

আরও পড়ুন : ‘আমাকে কেউ ফোন করেনি, জানায়নি’, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

এরই মধ্যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন , যে অভিষেক বন্দপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন তা নিশ্চিত। কারণ হিসেবে জানিয়েছেন , মমতা ও অভিষেকের মধ্যে প্রপঞ্চ শুরু হয়েছে। তাই নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য বিজেপিতে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উধারণে দিয়ে সৌমিত্র বলেন ,’মহারাষ্ট্রে একনাথ শিন্ডে নিজের দল ছেড়ে বিজেপি -তে যোগ দিয়ে সরকার গড়েছেন। তেমনিই অভিষেক বন্দোপাধ্যায়ের ক্ষেত্রেও হতে পারে ‘।

সম্পর্কিত খবর