এপ্রিলের শুরু থেকেই ব্যাপকহারে বাড়বে তাপমাত্রা, বড়সড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ মার্চ পেরিয়ে এপ্রিল শুরু হয়েছে। এবার থেকে রোদের তাপমাত্রা আরও বাড়বে। সকাল থেকেই রোদের ঝলকানি শুরু হয়ে গিয়েছে। ঝলমলে রোদের মধ্যেও গৃহবন্দি মানুষ মৃত্যু ভয়ে রয়েছে। ঘর থেকে খুব একটা কেউ বেরোচ্ছে না। ফলে অন্যান্য বছরের মতো, এবারে কিন্তু মানুষের রোদ কষ্ট এখনও অবধি কিছুটা কম হলেও, মানুষ রয়েছেন প্রাণ ভয়ে।

বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে বেশকিছু দিন হল। এখন শুধুই বিরাজ করবে গ্রীষ্ম। চড়বে তাপমাত্রার পারদ জানালো আলিপুর আবহাওয়া দফতর (Weather office)। সকাল থেকেই দেখা যাচ্ছে রোদের ঝলকানি। আকাশ পুরো মেঘমুক্ত। কালো মেঘের ছিটে ফোঁটাও নেই আকাশে। এপ্রিল থেকে পুরোদমে গরম বাড়তে শুরু করবে।

hot

আবহবিদরা আগেই জানিয়েছিলেন এবছর তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ মার্চের শুরুতে সেভাবে গরম না পড়লেও, শেষের সপ্তাহ থেকে কিছু বেশ গরম অনুভূত হতে শুরু করেছে।

গতকাল কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা বাড়বে বলে মনে করছে আবহাওয়াবিদরা। আজকে কলকাতায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে। এবং সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বাতাসে জলীয় বাস্পের পরিমাণ, তুষারপাত, বৃষ্টিপাত, বজ্রপাত হবার এখন কোন সম্ভাবনা খুবই কম হাওয়া অফিস। তবে এখনআগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা। রাতের তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না।

hot 222
শহর কলকাতার তাপমাত্রা বাড়বে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়তে পারে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়তে পারে।

তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এবার থেকে গরম অনুভব করতে শুরু করবে কলকাতাবাসী।

Smita Hari

সম্পর্কিত খবর