বাংলা হান্ট ডেস্ক : আপাতত তাপপ্রবাহর আর আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থেকে রেহাই নেই পশ্চিমবঙ্গবাসী (West Bengal)। সঙ্গে কোনও কোনও জেলায় বিকেলের দিকে হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অন্যদিকে মৌসুমী বায়ু স্থলভাগের দিকে বেশ কিছু অগ্রসর হয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭০%
বাতাস : ৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
কলকাতার আবহাওয়া : আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একই রয়েছে। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৭ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : ৫ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে সেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ছাড়াও হাওড়া ও হুগলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া : আগামী সপ্তাহে দু’দিন বৃষ্টি হতে পারে কলকাতায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। আগামিকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সেদিন কলকাতা লাগোয়া হাওড়া ও হুলগিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বিকেলের দিকে কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে সেদিন বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে।