তীব্র গরমে ফের নাকাল পশ্চিমবঙ্গ! পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কতদিন চলবে এই ভ্যাপসা গরম? আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দুদিনের বিরতির পরে বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৬%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

কলকাতার আবহাওয়া : কলকাতায় মূলত মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৬ শতাংশ। কলকাতায় সোমবার ও মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকলেও ১৭ মে বুধবার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া : সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-এর কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়এছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

১৬ মে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই পরিস্থিতি বজায় থাকবে বুধবার ১৭ মে এবং বৃহস্পতিবার ১৮ মে তেও। আর প্রথম তিন দিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতেও, পরের দুদিন তার কোনও পরিবর্তন হবে না।

weather 9

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই মঙ্গলবারেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে সোমবার থেকে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।


Sudipto

সম্পর্কিত খবর