বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে (West Bengal Weather Report)। সেক্ষেত্রে মোখা আছড়ে পড়লে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা।
শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৯%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%
কলকাতার আবহাওয়া : কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আগামী সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ মে রবিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিজ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ মে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামীকালের আবহাওয়া : জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় মোখা তৈরি হতে পারে। এই আবহে আবহাওয়া আরও কিছুটা খারাপ হবে। তাই স্বভাবতই এদিনও মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিনও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝড় উঠতে পারে।