বাংলা হান্ট ডেস্ক: খেল দেখাচ্ছে আবহাওয়া। কিছুদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছিল নিম্নচাপ (Weather Update) তারই প্রভাব পড়েছে এ রাজ্যে। নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি হয়েছে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে ৷আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরের একাধিক জেলায় আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, কলকাতা (Kolkata) এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ অনেকটাই বাড়বে।
বিকেলের পর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ও কাল দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। যার জেরে সতর্কতা জারি হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টি হবে।
আরও পড়ুন: সব মন্ত্রী, MLA দের ‘বিরাট’ বেতন বাড়িয়ে দিলেন মমতা! এবার থেকে কে কত পাবেন? রইল তালিকা
আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার বৃষ্টিপাত কমলে, শনি ও রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিতেও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ‘শেষ দেখে ছাড়ব…’, মমতাকে চরম হুঁশিয়ারি রাজ্যপালের, নজিরবিহীন ঘটনার সাক্ষী বাংলা
গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরের ওপরের দিকের জেলা গুলিতে আজ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।