অতি বৃষ্টি আর বন্যার আশঙ্কার মধ্যে গাছে বসে সাহায্যের অপেক্ষা করছে দুটি সাপ! দেখুন ভিডিও …

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে কর্ণাটকের কিছু এলাকায় ব্যাপক বৃষ্টির কারণে এলাকায় বন্যার পরিস্থিতি (Flood In Karnataka) সৃষ্টি হয়েছে। এই অতি বৃষ্টির কারণে শুধু আম জনতাই না, বন্য জীব জন্তুদের জীবনও হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। সবাই সুরক্ষিত থাকার জন্য গাছে উঠছে অথবা কোন উঁচু জায়গা খুঁজছে। রাজ্যে লাগাতার হওয়া বৃষ্টির কারণে নদী গুলোর জলস্তর বেড়ে চলেছে। আর এর কারণে অনেক বড় বড় বাঁধ খুলে দেওয়া হয়েছে। বাঁধ খুলে দেওয়ায় নদীর পাশে থাকা গ্রাম গুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর বন্যার আশঙ্কার মধ্যে নদীতে একটি গাছের উপরে বসে থাকা দুটি সাপের ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে।

এই ভিডিওতে কর্ণাটকের দাবনগেরে তুঙ্গা নদীর জলস্তর বাড়তে দেখা যাচ্ছে। নীচে নদীর জল আর উপর থেকে বৃষ্টির কারণে গাছে আশ্রয় নেওয়া দুটি সাপকে দেখা যাচ্ছে ভিডিওতে। দুটি সাপই গাছের ডালে আশ্রয় নিয়ে আছে। ভিডিও আর সাপেদের অবস্থা দেখে এটা স্পষ্ট যে, এই সাপ দুটি অকেক্ষা করছে যে তাঁদের কেউ এসে উদ্ধার করে নিয়ে যাক।

সাপ দুটি গাছের ডালে বসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। সংবাদ সংস্থা ANI তাঁদের ট্যুইটারে এই ভিডিও ছেড়েছে। সেখানে অনেকেই নিজের মতো কমেন্ট করছেন। সবাই কর্ণাটকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রার্থনা করছেন। দেখুন সেই ভিডিও … 

Koushik Dutta

সম্পর্কিত খবর