বাংলা হান্ট ডেস্ক : আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়-বৃষ্টির মাত্রা কমে যাবে। সোমবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পর্যায়ক্রমে গরম বাড়তে শুরু করবে। শুক্রবারও কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতায় এদিন ঝোড়ো হাওয়ার যে গতিবেগ ছিল, তাতে একে অনায়াসে কালবৈশাখী বলা যায়।
বিগত দু’দিনের আবহাওয়ায় বেশ স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। জামাইষষ্ঠীর দিন থেকে প্রায় রোজই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হয়েছে। যদিও, কালবৈশাখীর কারণে একাধিক জেলায় কিছুটা ক্ষয়ক্ষতিও হয়েছে, ব্যহত হয়েছে রেল পরিষেবা। তবে গরমের থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ।
জানা যাচ্ছে, ঘণ্টা দুয়েকের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় তোলপাড় করবে ঝড়ো হাওয়া।
দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা জারি করা হয়েছে এই জেলায়। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু জায়গায় বজ্রঝড়, বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আইএমডি-র তরফে। আইএমডি-র পক্ষ থেকে জলপাইগুড়ি জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২৭ মে শনিবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
তীব্র গরমের দাপটে যে হারে নাজেহাল হতে হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষদের তার থেকে অনেকটাই রেহাই মিলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে জেলায় জেলায় হচ্ছে কালবৈশাখী। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির দেখা মেলায় খুশি বঙ্গবাসী। তবে এই স্বস্তি যে খুব বেশিদিন থাকবে না, তার ও পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।