বাংলা হান্ট ডেস্ক : ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের (South Bengal) চারটি জেলা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ওই জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে।
আগামীকাল শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ বৃষ্টিপত হবে। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। বাকি ছ’টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে।
সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে খুব সামান্য হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।