আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

 

বাংলা হান্ট ডেস্ক: বর্ষা ঢুকে গেলেও তেমনভাবে স্বস্তি পায়নি রাজ্যবাসী। বৃষ্টির দেখাও মেলেনি তেমনভাবে।তবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। দুই মেদিনীপুর ও বর্ধমান জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

70033417

সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।

সম্পর্কিত খবর