বাংলা হান্ট ডেস্ক: আজই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তা বুধবারই নিম্নচাপে পরিণত হবে। যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। এর সরাসরি প্রভাব বাংলার ওপর না পড়লেও আজ থেকে এর জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
আজ থেকেই দফায় দফায় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বর্ষণ। উত্তরেও পড়বে প্রভাব। আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি। ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ হাওড়া, কলকাতা, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও হুগলি জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
ওদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরে সম্ভাবনা। আজ থেকে গোটা দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা। চরম ভোগান্তি হবে সাধারণ মানুষের।
আরও পড়ুন: ‘এই’ সময়ের মধ্যেই করতে হবে ফলপ্রকাশ! গ্রুপ-ডি নিয়ে বড় আপডেট, মুখে হাসি চাকরিপ্রার্থীদের
বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী দুদিন তাপমাত্রাও কমবে দক্ষিণে।
আরও পড়ুন: দীর্ঘ ১২ বছর পর বের হচ্ছে মাদ্রাসার গ্রুপ-ডি পরীক্ষার রেজাল্ট! দিনক্ষণ জানাল হাইকোর্ট
ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রাও কিছুটা কম থাকবে।