মুষলধার বৃষ্টির কারণে হায়দ্রাবাদে বন্যার পরিস্থিতি! এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে

বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে (Hyderabad Rain) বিগত ২৪ ঘণ্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে। তুমুল বৃষ্টির কারণে শহরের অনেক এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাতে কোথাও কোথাও কোমর জল থেকে হাঁটু পর্যন্ত জল হয়ে গিয়েছে। মুষলধার বৃষ্টির কারণে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, অনেক যায়গায় মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছে বাধ্য হয়ে। জলে ফেঁসে যাওয়া মানুষদের উদ্ধারের জন্য তৎপর হয়েছে SDRF এর টিম।

হায়দ্রাবাদে বৃষ্টির কারণে অনেক যায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া (Weather Report) দফতর আজও মুষলধার বৃষ্টির অ্যালার্ট জারি করেছে। প্রাপ্ত তথ্য অনুজায়ু, বিগত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। হায়দ্রাবাদ-বিজয়ওয়ারা হাইওয়েতে বন্যার জল ঢুকে গিয়েছে। অত্যাধিক বৃষ্টির কারণে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।

অতি বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় রাস্তার দাঁড়িয়ে থাকা গাড়িও জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনো পর্যন্ত শহরে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদী গুলো ভয়ঙ্কর রুপ নিয়েছে।

 

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর