দেরিতে এল বর্ষা,গোটা কলকাতা জুড়ে চলছে মুষলধারে বৃষ্টি, জল জমে গিয়েছে অনেকগুলি জায়গায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকাল বিকেল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী গতকাল দুপুর তিনটে থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। কার্যত ভেসে গিয়েছে কলকাতা।জল জমে গেছে সল্টলেক, বেহালা, টালিগঞ্জ চত্বরে।

গতকালই ভিক্টোরিয়ার কাছে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের যখন হয়েছেন প্রায় ১৫ জন। আজও সকাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি। আকাশ ছেয়ে গিয়েছে ঘন কালো মেঘে। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। আলিপুর আবহাওয়া দফতর থেকে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

X