পুড়িয়ে দেওয়া তাপমাত্রা, গনগনে লাভার সমুদ্র, আগুনের ঝড়, খোঁজ পাওয়া গেল ‘নরক’-এর

নরক (hell) সম্পর্কে আমরা কমবেশি সবাই মাইথোলজি তে পড়েছি। পৃথিবীর প্রায় সমস্ত ধর্ম অনুসারে নরক একটি এমন জায়গা যেখানে পাপের শাস্তি দেওয়া  হয়। প্রায় প্রতিটি ধর্মগ্রন্থের বর্ণনাতেই পাওয়া যায় নরকের বীভৎস রূপ।  এবার তেমনই একটি গ্রহের খোঁজ পাওয়া গেল মহাকাশে নরকের নামেই হয়েছে গ্রহটির নামকরণ।

images 2020 12 05T201938.662

নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে এই গ্রহটির দেখা মিলেছে। এর পোষাকি নাম কে২-১৪১বি হলেও এর গঠন বৈশিষ্ট্য দেখে একে নরক গ্রহ বা  হেল এক্সোপলানেট নামকরণ করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন এ গ্রহের তাপমাত্রা বেশি। এতে রয়েছে জ্বলন্ত লাভা সমুদ্র। প্রতি মুহূর্তেই হচ্ছে আগুনে উল্কাপাত, পাশাপাশি আগুনের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে গোটা গ্রহ। একটি উল্টোপিঠে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে উষ্ণতার নামমাত্র নেই।  সমস্ত বছরই চলছে তুষারপাত। পুরু বরফে ঢেকে রয়েছে গোটা অঞ্চল। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গ্রহে প্রাণের অস্তিত্ব  থাকবার ন্যূনতম সম্ভাবনা নেই।

এই গ্রহ সম্পর্কে বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন,  বিগ্রহটি অন্যান্য গ্রহদের মতো নিজের নক্ষত্র কে প্রদক্ষিণ করে না। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তার কারণেই নিগ্রহের দু’পাশে দু’ রকমের জলবায়ু বর্তমান।


সম্পর্কিত খবর