মেট্রোয় চড়ে বসলেন হেমা, প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে যা কান্ড ঘটালেন অনুরাগীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তাঁর দুই কন্যাসন্তানও যুক্ত অভিনয় জগতের সঙ্গে। অনেকের কাছেই তিনি ‘ড্রিম গার্ল’। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় হেমা মালিনী (Hema Malini)। এবার গরমের হাত থেকে বাঁচতে অভিনেত্রী যে কাণ্ড ঘটালেন তা জানলে অবাক হয়ে যাবেন আপনিও।

মায়ানগরীতে বরাবরই জ্যামের সমস্যায় ভুগতে হয় সাধারণকে। এবার সেই জ্যামের কবলে পড়লেন পর্দার বাসন্তী। প্রায় দু-ঘন্টা সময় নষ্ট করে জুহু থেকে দহিসর পৌঁছেছিলেন ‘ড্রিম গার্ল’। তবে ফেরার পথে আর এই ধকল কিছুতেই সহ্য করতে পারছিলেন না ধর্মেন্দ্র জায়া। তাই একপ্রকার বাধ্য হয়েই মেট্রোয় চড়ে বসলেন তিনি।

Hema Malini

মেট্রো স্টেশনে তাঁকে দেখেই জমে যায় ভিড়। এমনকি প্রিয় অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার সুযোগটুকুও হাতছাড়া করতে চাননি অনুরাগীরা। হাসি মুখে সবার আবদার পূরণ করেছেন তিনি। সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন হেমা। এদিন কোরাল শার্ট আর সাদা প্যান্টে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘ আমি সকলের সঙ্গে আমার অসাধারণ অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে চাই। গাড়িতে বসে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি এদিন মেট্রোয় চেপে বাড়ি ফিরলাম। ভীষণ ভীষণ মজা করেছি আমি। ২ ঘন্টার বদলে মাত্র ৩০ মিনিটে পৌঁছে গেছি গন্তব্যস্থলে’।

এখানেই শেষ নয়। ডিএন নগর মেট্রো স্টেশনে নেমে বাড়ি যাওয়ার জন্য অটোতে চেপে বসেন অভিনেত্রী। সেই ভিডিওটিও তিনি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘এখানে সবাই যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে সত্যি ভয় লাগার কথা। তবে আমি আমার এই নতুন সফর ভীষণ ইনজয় করছি’।

এদিন অভিনেত্রীর সঙ্গে ছিলেন বডিগার্ড নরেন্দ্র। বাড়ির মালকিনকে এভাবে অটো থেকে নামতে দেখে রীতিমত অবাক হয়ে যান তাঁর বাড়ির প্রহরারত সিকিউরিটি গার্ড। তাঁরা হয়ত কখনো কল্পনাও করতে পারেননি এমনটাও ঘটাতে পারেন অভিনেত্রী। তবে যাই হোক না কেন অভিনেত্রীর এহেন আচরণ মনে ধরেছে অনুরাগীদের।

X