প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী সম্পর্কে বিষ্ফোরক মন্তব‍্য করলেন হেমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের চিরকালীন জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন‍্যতম ধর্মেন্দ্র (dharmendra) ও হেমা মালিনী (hema malini)। ১৯৮০ সালে ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে ধর্ম পরিবর্তন করে দুজনের বিয়ে হয়। হেমা মালিনীর সঙ্গে দ্বিতীয় বারের জন‍্য বিয়ের পিঁড়িতে বসেন ধর্মেন্দ্র।

এর আগে ১৯৫৪ সালে প্রকাশ কউর এর সঙ্গে খ্রিস্টান রীতিতে বিয়ে করেন ধর্মেন্দ্র। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। কিন্তু তাঁকে বিচ্ছেদ না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের চার ছেলে মেয়েও হয়, অজয় সিং (সানি), বিজয় সিং (ববি), অজেতা দেওল ও বিজেতা দেওল।


ধর্মেন্দ্র ও হেমার বিয়ের পর নানা রকম খবর প্রকাশ‍্যে আসতে শুরু করে। শোনা যায়, ছুরি নিয়ে হেমার উপর হামলাও চালান সানি দেওল। তবে ধর্মেন্দ্রর উপর কোনো অভিযোগ আনেননি প্রকাশ কউর। তাঁর কথায়, ধর্মেন্দ্র ভাল স্বামী না হতে পারেন কিন্তু তিনি একজন ভাল বাবা।

পরে এক সাক্ষাৎকারে প্রকাশের ব‍্যাপারে কিছু মন্তব‍্য করেন হেমা মালিনী। তিনি বলেন, “ধরম জিকে আমি বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু আমি চাইনি এতে কারোর জীবন নষ্ট হয়ে যাক। ওঁর প্রথম স্ত্রী বা তাঁদের সন্তানরা কখনো তাঁদের জীবনে আমার হস্তক্ষেপ অনুভব করেননি।”

তিনি আরো জানান, বিয়ের পরেও কখনো প্রথম পরিবারের থেকে ধর্মেন্দ্রকে আলাদা করেননি হেমা। উপরন্তু তিনি আরো বলেন, এই বয়সে এসেও একে অপরের খেয়াল রাখেন তাঁরা দুজনে।

নিজেদের ব‍্যাপারে বলতে গিয়ে হেমা মালিনী বলেন, “আমি যখন প্রথম দেখি ওঁকে তখনি বুঝে গিয়েছিলাম ও শুধু আমার জন‍্যই। আমি তখনি ঠিক করে নিয়েছিলাম যে এই মানুষটার সঙ্গেই আমি জীবন কাটাবো।” এখনো পর্যন্ত বলিউডের সুপারহিট জুটিদের মধ‍্যে অন‍্যতম ধর্মেন্দ্র হেমার জুটি।

X