বাংলাহান্ট ডেস্ক: হেমা মালিনী (Hema Malini), আক্ষরিক অর্থেই বলিউডের ‘ড্রিম গার্ল’। অভিনয় থেকে নাচ আর এখন রাজনীতি সমস্ত ক্ষেত্রেই দক্ষতা দেখিয়েছেন তিনি। এখন আর অভিনয় না করলেও দীর্ঘ কেরিয়ারে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন তিনি। এমনকি গর্ভাবস্থায়ও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী।
কথা হচ্ছে ‘সত্তে পে সত্তা’ ছবি নিয়ে। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে হেমার বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন। সে সময়কার একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছিল স্টারকাস্ট। কিন্তু এই তারকা সমাবেশের মধ্যে জায়গা হওয়ার কথা ছিল না হেমার। অমিতাভের কথাতেই তিনি সুযোগ পান ছবিতে। জেনে নিন বিস্তারিত-
ছবিতে হেমা মালিনী পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। শোনা যায়, প্রথমে বিগ বির বিপরীতে রেখাকে নেওয়ার ইচ্ছা ছিল পরিচালক রাজ এন সিপ্পি। কিন্তু সে সময়ে রেখা অমিতাভের সম্পর্কের গুঞ্জন টক অফ দ্য টাউন। রটনার জেরে আনুষঙ্গিক অনেক সমস্যাও দেখা দিয়েছিল। তাই শেষমেশ রেখাকে ছবিতে নেওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়।
তারপর ওঠে পরভীন বাবির নাম। বেশ কিছু ছবিতে অমিতাভ পরভীনের জুটি তখন হিট। কিন্তু সেখানেও সমস্যা। ততদিনে ছবিতে অভিনয় করা ছেড়ে দিয়ে ধর্মের পথ ধরেছেন অভিনেত্রী। শেষ পর্যন্ত অমিতাভই পরামর্শ দেন হেমা মালিনীকে একবার সুযোগ দেওয়ার।
সে সময়ে হেমা গর্ভবতী। কিন্তু না করেননি তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই খুব সাবধানে গোটা শুটিংটা সেরেছিলেন অভিনেত্রী। ছবি নির্মাতাদের তিনি বলেছিলেন, ক্লোজআপ শট নিতে যাতে তাঁর বেবি বাম্প প্রকাশ না হয়ে পড়ে। তবুও শেষরক্ষা হয়নি। ‘পরীয়ো কা মেলা হ্যায়’ গানে একটি জায়গায় স্পষ্ট বোঝা গিয়েছিল অভিনেত্রীর বেবি বাম্প।
১৯৮২ সালের ২২ জানুয়ারি মুক্তি পেয়েছিল সত্তে পে সত্তা। আর তার ঠিক দু মাস আগে ১৯৮১ সালের নভেম্বরে জন্ম হয় হেমার প্রথম সন্তান এশা দেওলের। সুপারহিট হয়েছিল সত্তে পে সত্তা।