বাড়ি-বাড়ি গিয়ে আশীর্বাদ নিয়ে প্রচারে নামলেন হেমাতাবাদের তৃনমূল প্রার্থী

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকে একদিকে যেমন কেউ কেউ ক্ষোভ উগরে দিচ্ছেন, তো অন্যদিকে টিকিট পেয়ে জাঁকজমকের সাথে নেমে পড়লেন প্রচারের ময়দানে। সেই মত এদিন নিজের কেন্দ্রের প্রতিটি বাড়িতে গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন হেমাতাবাদের তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন।

সোমবার ওই বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক এলাকার বাড়িতে গিয়ে জনসংযোগের মাধ্যমে তিনি লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন। প্রচার করেন নিজের উন্নয়নের পরিকল্পনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের।

styajit con

মমতার ঘোষিত তালিকায় নিজের নাম দেখে ইতিমধ্যেই সত্যজিৎ বর্মন দুর্গা ও কালি মন্দিরে গিয়ে পুজোও দেন। উত্তর দিনাজপুরের হেমাতাবাদে তিনি তৃণমূলের এবারের নতুন মুখ। তাই সময় নষ্ট না করে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে নিজের হাতে দেওয়াল লিখন শুরু করে ভোট প্রচার নামলেন।

প্রার্থী সত্যজিৎ বর্মন মুখ্যমন্ত্রীর শুরেই বলেন, প্রার্থী এখানে ‘দিদি মমতা বন্দ্যোপাধ্যায়’। মমতার উন্নয়নের নিরিখেই এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করবেন। হেমতাবাদের সার্বিক উন্নয়নের পাশাপাশি সেখানে একটি কলেজ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলেও জানান সত্যজিৎ বর্মন।

সম্পর্কিত খবর