৫০ হাজার টাকার মধ্যে বাইক কিনতে চান, রইল কিছু দুর্দান্ত বাইকের সন্ধান

বাংলাহান্ট ডেস্ক : গণপরিবহণের যান যন্ত্রণা এড়াতে বাইকই ভরসা। এ দিকে, বহুক্ষেত্রেই মধ্যবিত্তের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাইকের দাম। কোন বাইক কিনলে দাম অনুযায়ী সবথেকে ভাল মাইলেজ পেতে পারেন, তা নিয়ে চিন্তায় থাকলে এক বার দেখে নিতে পারেন এই পাঁচটি বাইকের বৈশিষ্ট্য।

Hero HF 100 হল ভারতের সবচেয়ে সস্তা 100 cc বাইক এবং এটি গত বছরের এপ্রিলে লঞ্চ করা হয়েছিল। 97.2 cc ইঞ্জিন সহ এই বাইকটি 70 kmpl এর মাইলেজ দেয়। এর দাম 49,400 টাকা থেকে শুরু।

Bajaj CT 100 হল অভিনব একটি কমিউটার বাইক। তবে বাইকটিকে আরেকটু উন্নত করতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এটিতে আছে একটি 102 cc ইঞ্জিন যা 8 bhp শক্তি এবং 8 Nm টর্ক জেনারেট করে। এই বাইকটি 90 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এর দাম মাত্র 52,832 টাকা থেকে শুরু।

Hero HF Deluxe হল HF 100-এর সামান্য প্রিমিয়াম চেহারার মডেল। উভয় বাইকই দেখতে একই রকম, তবে এইচএফ ডিলাক্স মডেলে আরও বেশি ক্রোম ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 97.2 cc এর ইঞ্জিন পাওয়া যাচ্ছে। এই বাইকটি 70 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এর দাম শুরু হয় 54,360 টাকা থেকে।

বাজাজ প্লাটিনা 100 ES (ইলেকট্রিক স্টার্ট) মডেলটি এলইডি হেডল্যাম্প, ভালো গ্রিপের জন্য রাবার ফুটপ্যাড এবং ভালোভাবে চালানোর জন্য একটি স্প্রিং-ইন-স্প্রিং সাসপেনশন সেটআপ এর সাথে আসে। এটিতে একটি 102 cc এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে। এর সর্বোচ্চ গতি 90 কিমি/ঘন্টা। মাইলেজের কথা বললে, এটি 70 kmpl-এর বেশি মাইলেজ দেয়। এর দাম 52,733 টাকা থেকে শুরু হয়।

Bikes

Hero Splendor Plus ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে একটি। এর প্রধান কারণ হল এর রেট্রো ডিজাইন। স্প্লেন্ডার প্রথম ভারতে চালু হওয়ার পর থেকে অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। বাইকটিতে 100cc ইঞ্জিন রয়েছে। এই বাইকটি 65 kmpl এর বেশি মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম 71 হাজার টাকার বেশি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর