বৃষ্টিতে পণ্ড হবে এলিমিনেটর ম্যাচ? স্বপ্নপূরণ হবে না RCB-র? অবশেষে সামনে এল ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League)-এ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম কোয়ালিফায়ার। যেখানে হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে KKR (Kolkata Knight Riders)। ঠিক তারপরের দিনই আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হতে চলেছে এই টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। এমতাবস্থায়, এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম উত্তেজনা বজায় রয়েছে দুই দলের ক্রিকেট সমর্থকদের মধ্যে।

যদিও, ঠিক এই আবহেই একটা চিন্তাও থেকে গিয়েছে। মূলত, চলতি মরশুমের IPL-এ এখনও পর্যন্ত মোট ৩ টি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। এমন পরিস্থিতিতে বুধবারের ম্যাচেও বৃষ্টি আদৌ বাধা সৃষ্টি করবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে, ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে স্থানীয় আবহাওয়া দপ্তরের আপডেট সামনে এসেছে। এমতাবস্থায় চলুন জেনে নিই ঠিক কি রয়েছে ওই আপডেটে?

Here comes the weather update of RCB-RR match.
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বেঙ্গালুরু এবং রাজস্থানের মধ্যে যে দল জয়লাভ করবে তারা যোগ্যতা অর্জন করবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই কোনো দলই চাইবে না যে বৃষ্টির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে যাক। তবে, আবহাওয়া দপ্তরের তরফে যে আপডেট পাওয়া গেছে তাতে কার্যত বড় চিন্তা থেকে বাঁচল দুই দলই। মূলত, ওই আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে, বুধবার ম্যাচ চলাকালীন সম্পূর্ণ পরিষ্কার থাকবে আকাশ। অর্থাৎ, বৃষ্টি এই ম্যাচে কোনো সমস্যা সৃষ্টি করবে না।

আরও পড়ুন: চুনোপুঁটি USA-র কাছেও হার বাংলাদেশের! T20 বিশ্বকাপের আগে ল্যাজেগোবরে টাইগাররা

পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ম্যাচ চলাকালীন আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এমতাবস্থায়, উভয় দলই যে ২০ ওভার করে ম্যাচ খেলতে পারবে তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তবে, আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আচমকাই যদি পরিস্থিতির পরিবর্তন ঘটে বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে ঠিক কি হতে পারে?

আরও পড়ুন: এবার Apple-কে বড় ধাক্কা দিল চিনের এই “শত্রু”! iPhone সাপ্লায়ারকে দেওয়া হল কড়া নির্দেশ

মূলত, চলতি IPL-এ প্রতিটি কোয়ালিফায়ার ম্যাচের জন্য রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে। এমতাবস্থায়, কোনো ম্যাচ যদি বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে ওই ম্যাচ খেলা হবে। তবে, রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী কপাল পুড়বে RCB-র। কারণ, সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে যাবে রাজস্থান। কারণ, পয়েন্ট টেবিলে তারা RCB-র ওপরে রয়েছে। তাই, পরপর বৃষ্টির কারণে যদি ম্যাচ বাতিল হয় সেক্ষেত্রে লাভবান হবে রাজস্থানই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর