ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাতিল ১৪৪ ট্রেন! ভ্রমণের আগে দেখে নিন তালিকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (Cyclone Michaung)। বাংলার উপর সেই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও রবিবার থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পুদুচেরির একাধিক অংশে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সাথে চলতে পারে হাওয়ার তাণ্ডব। আর এবার তার জেরেই বাতিল করা হল ১৪৪টি এক্সপ্রেস ট্রেন (Indian Railways)। তালিকায় রয়েছে, করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, দুরন্ত এক্সপ্রেস-সহ পশ্চিমবঙ্গের একাধিক ট্রেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাব বাংলায় না পড়লেও হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে যেসব ট্রেন ছাড়ে তা যে রুট দিয়ে যায় সেখানে মিগজাউমের প্রভাব পড়বে। যে কারণে, শালিমার এবং সাঁতরাগাছি থেকে ১৮ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সেই সাথে বাংলারও একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করেছে ভারতীয় রেল।

1404300 scr

১. ৩ ডিসেম্বর বাতিল থাকবে ১২২৪৫ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস

২. ৫ ডিসেম্বর বাতিল থাকবে ১২২৪৬ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস।

৩. আগামী ৩ এবং ৪ ডিসেম্বর বন্ধ থাকবে ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল।

৪. আগামী ৫ ও ৬ ডিসেম্বর বন্ধ থাকবে ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল।

৫. ৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস।

৬. ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৭. ৩ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৭ হাওড়া-পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস।

৮. ১২৮৬৮ পুদুচেরি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

৯. আগামী ৪ ডিসেম্বর বন্ধ থাকবে ২২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস।

১০. ওদিকে ৬ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১১. ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বন্ধ থাকবে ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।

১২. ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর, ৪ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর বাতিল থাকবে।

১৩. ৩ ডিসেম্বর বাতিল থাকছে ১২৬৫৯ নাগরকইল জংশন-শালিমার গুরুদেব এক্সপ্রেস।

১৪. ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৬৬০ শালিমার-নাগরকইল জংশন গুরুদেব এক্সপ্রেস।

১৫. আগামী ৪ ডিসেম্বর বাতিল থাকছে ২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম অন্ত্যোদয় এক্সপ্রেস।

১৬. আগামী ৬ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৪২ তাম্বরম-সাঁতরাগাছি অন্ত্যোদয় এক্সপ্রেস।

১৭. ৩ ডিসেম্বর বাতিল থাকছে ২২৮৫৫ সাঁতরাগাছি-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস।

১৮. ২২৮৫৬ সাঁতরাগাছি-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল থাকবে ৩ ডিসেম্বর।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X