আইনি জট কাটিয়ে শুরু হল কঙ্গনার প্রথম রিয়েলিটি শো, চিনে নিন শোয়ের বিতর্কিত প্রতিযোগীদের

বাংলাহান্ট ডেস্ক: শুরুর আগেই শেষ হতে বসেছিল একতা কাপুর প্রযোজিত কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) সঞ্চালিত নতুন রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp)। শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে বিষয়বস্তু চুরির অভিযোগ আনেন এক ব‍্যবসায়ী। আইনি জটিলতায় পড়ে শোয়ের সম্প্রচারের দিনক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেষমেষ সমস্ত বাধা কাটিয়ে নির্ধারিত দিনেই শুরু হল ‘লক আপ’এর সম্প্রচার।

আগেই প্রকাশ করা হয়েছিল শোয়ের পাঁরজন প্রতিযোগীর নাম। তালিকায় ছিল পুনম পাণ্ডে, মুনাওয়ার ফারুকি, ববিতা ফোগাট, করনবীর বোহরা, নিশা রাওয়ালের মতো নাম। বাকি প্রতিযোগীদের লুকিয়ে রাখা হল সযত্নে। এবার জেনে নিন কঙ্গনার শোয়ের বাকি বিতর্কিত কয়েদি ওরফে প্রতিযোগীদের পরিচয়।

Chakran pani Maharaj
চক্রপাণি– স্বামী চক্রপাণি মহারাজ নামে পরিচিত এই ব‍্যক্তি। ‘গোমূত্র পার্টি’ প্রতিষ্ঠা করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। ২০২০ সালে তিনি দাবি করেছিলেন, গোমূত্র করোনাকে সারাতে সক্ষম। তিনিই এবার কঙ্গনার শোয়ের অন‍্যতম প্রতিযোগী।

সারা খান– হিন্দি টেলিভিশন দুনিয়ার অন‍্যতম জনপ্রিয় মুখ সারা। বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ বসের চতুর্থ সিজনেও দেখা গিয়েছিল তাঁকে। সেবারে শোয়ের মধ‍্যেই অভিনেতা আলি মার্চেন্টকে বিয়ে করে বসেছিলেন সারা। যদিও দু মাস পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

909118 swapnil shinde comes out as transwoman
সাইশা শিন্ডে– পেশায় সাইশা একজন ডিজাইনার। তাঁর নাম আগে ছিল স্বপ্নিল শিন্ডে। হ‍্যাঁ তিনি একজন রূপান্তরিত নারী। ২০২১ সালে এই বড় পরিবর্তনের মধ‍্যে দিয়ে যান তিনি। নিজের লড়াইয়ের কথা সর্বসমক্ষে বলে নজর কেড়েছিলেন সাইশা।

তেহসিন পুনাওয়ালা– এর আগে বিগ বস ১৩ তেও প্রতিযোগী হয়ে গিয়েছিলেন তেহসিন। নিজেকে রাজনৈতিক বিশ্লেষক বলে পরিচয় দেন তিনি। বাকি প্রতিযোগীদের মধ‍্যে এমন একজন বিতর্ককে বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

16payal
পায়েল রোহাতগি– পায়েলকে কে না চেনেন? বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি মত প্রকাশ করে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। রাজনৈতিক বিষয় থেকে বলিউডের নেপোটিজম সমস্ত ব‍্যাপারেই বিতর্ক উসকে দেন তিনি। এমনকি এর জেরে গ্রেফতারও হয়েছেন পায়েল। শোতে কঙ্গনার সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ দেখার জন‍্য মুখিয়ে রয়েছেন দর্শক।

সিদ্ধার্থ শর্মা– এমটিভি স্প্লিটসভিলা, এমটিভি বিগ এফ এর মতো রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘পাঞ্চ বিট’এ মুখ‍্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

শিবম শর্মা– অতি সম্প্রতি এমটিভি স্প্লিটসভিলায় অংশ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থেকে শো শেষ করেন শিবম। তবে তাঁর স্বভাব বাকি প্রতিযোগীদের রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

Anjali Arora in Red Dress 819x1024 1
অঞ্জলি অরোরা– সোশ‍্যাল মিডিয়ার অন‍্যতম জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ১০.৮ মিলিয়ন, যা কঙ্গনার থেকেও বেশি!

Niranjana Nag

সম্পর্কিত খবর