বড় সিদ্ধান্ত সরকারের! এবার “হিট অ্যান্ড রান”-এ মৃত্যু হলে আটগুণ বেশি ক্ষতিপূরণ পাবে পরিবার

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় সিদ্ধান্ত নিল সরকার! পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য উদ্যোগী হয়েছে সরকার। এবার থেকে “হিট অ্যান্ড রান” কেসে নিহতদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমান ১ এপ্রিল থেকে আট গুণ বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের (MoRTH) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি, ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির ক্ষতিপূরণের পরিমাণও ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।

মন্ত্রক আরও বলেছে যে, এই প্রকল্পের নাম হবে “হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ স্কিম, ২০২২” এবং এটি চলতি বছরের ১ এপ্রিল থেকেই কার্যকরী হয়ে যাবে। একটি প্রেস রিলিজ অনুসারে জানা গিয়েছে যে, মন্ত্রক গত রবিবার জানিয়েছে, “হিট অ্যান্ড রান” মোটর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য ২৫ ফেব্রুয়ারি, ২০২২-এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

যেখানে ক্ষতিপূরণের পরিমাণও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে বা কোনো পথচারীকে যখন ধাক্কা দিয়ে কোনো গাড়ির চালক পালিয়ে যান তখনই তাকে “হিট অ্যান্ড রান” বলে। প্রায়সই এই ধরণের ঘটনার খবর শিরোনামে আসে। পাশাপাশি, এই দুর্ঘটনার জেরে প্রাণও হারান বহু মানুষ। তাঁদের কথা মাথায় রেখেই সরকার এরূপ সিদ্ধান্ত নিয়েছে।

2019 02 26 66378 1551173159. large

বর্তমানে “হিট অ্যান্ড রান” কেসে গুরুতরভাবে আহতদের জন্য ক্ষতিপূরণের পরিমান ৫০,০০০ টাকা করা হয়েছে এবং নিহতদের ক্ষেত্রে এই পরিমাণ ২৫,০০০ টাকা থেকে আটগুণ বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,, “এই স্কিমটি ১ এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হওয়া একটি ক্ষতিপূরণ স্কিম, যেটি ১৯৮৯-এর স্কিমটিকে প্রতিস্থাপন করবে।” পাশাপাশি, প্রেস রিলিজে আরও জানানো হয়েছে যে, ক্ষতিপূরণের আবেদন এবং ক্ষতিগ্রস্তদের টাকা পরিশোধের প্রক্রিয়ার জন্যও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর